ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল তারা। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি গ্রহণ করেন দলের খেলোয়াড়রা।
ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিক ইরানের কাছে হেরে যায় তারা। কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারা দুই দলকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল ব্রোঞ্জ জয় করেছে।
এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে স্বাগতিক ইরানকে ৩৩-২৫ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে তারা। স্বর্ণ পদক জিতেছে ভারত, আর রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ইরান।
বাংলাদেশ নারী কাবাডি দলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। এর আগে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কোনো পদক জিততে পারেনি তারা। দলের কোচ শাহনাজ পারভীন মালেকা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "আমাদের প্রধান লক্ষ্য ছিল ব্রোঞ্জ জয় করা, সেটি আমরা অর্জন করতে পেরেছি। এটি বাংলাদেশের কাবাডির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।"
প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ব্রোঞ্জ জয়কেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। সেই লক্ষ্যে সফল হয়েছে তারা। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ দলের সদস্যরা পদক ও ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই অর্জন নারীদের খেলাধুলার অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা নিয়েই দেশে ফিরবে তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স