ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংলাপে সমাধানের পথ খুঁজছে বিএনপি জাবির ৯ শিক্ষক বরখাস্ত ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার সেমিনারের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের শুধু আ’লীগ করে বলে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চট্টগ্রামে বন উজাড় করে অর্থনৈতিক অঞ্চল আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত টাঙ্গাইলে রাস্তার কাজের টাকা আত্মসাৎ পাসপোর্ট অধিদপ্তরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার ২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৭৮ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হতাহত ২৩ ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের মন্ত্রী রাশিয়ার সীমান্ত অঞ্চলে শতাধিক ড্রোন হামলা করছে ইউক্রেন: মস্কো স্পিরিট অ্যারো সিস্টেমসের সম্পদ কেনার চূড়ান্ত চুক্তি করলো এয়ারবাস ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চায় সিঙ্গাপুর

টি-টোয়েন্টিতে নতুন নেতৃত্বের সন্ধানে বিসিবি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩১:৪৫ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে নতুন নেতৃত্বের সন্ধানে বিসিবি
বাংলাদেশের ক্রিকেটে আসছে নেতৃত্বের পরিবর্তন। টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়ানোর পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম।
বিসিবির সভাপতি ফারুক আহমেদ গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, খুব শিগগিরই নতুন অধিনায়ক ঘোষণা করা হবে। তিনি বলেন,
"ইতোমধ্যে কয়েকজন খেলোয়াড় টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্য থেকেই আমরা একজনকে অধিনায়ক করার চেষ্টা করব।"
ফারুক আহমেদের এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার যে, বিসিবি একজন অভিজ্ঞ খেলোয়াড়কেই এই দায়িত্ব দিতে চায়। সাকিব আল হাসানের নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দলে শান্তর নেতৃত্ব নেওয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
বিসিবির ইঙ্গিত অনুসারে, সম্ভাব্য নতুন অধিনায়কের তালিকায় রয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন লিটন, যেখানে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব পান তিনি।
লিটনের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা বিসিবির নজরে এসেছে আগেই। ২০২৩ বিশ্বকাপের পর থেকেই বোর্ড তার নেতৃত্ব দেওয়ার সামর্থ্য বিবেচনা করছে। তবে অলরাউন্ডার হিসেবে ব্যাটিং-বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখা মেহেদী হাসান মিরাজও সম্ভাব্য একজন প্রার্থী।
বাংলাদেশ ক্রিকেট দল আগামী মে মাসের শেষ দিকে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজের আগেই বিসিবি নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে।
এদিকে, দল পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে বিসিবি সভাপতি জানান,
"আমাদের লক্ষ্য হবে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল তৈরি করা। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে পরামর্শ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানো হবে।"
মুশফিকুর রহিম ইতোমধ্যে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, আর মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা করছে বিসিবি।
নতুন অধিনায়ক কে হবেন, তা খুব শিগগিরই জানা যাবে। তবে ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবি দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল নেতৃত্ব তৈরি করতে চায়, যা দলের সামগ্রিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স