ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পটলাইটে যারা

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:২৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:২৯:১৭ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পটলাইটে যারা

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা জয়ের এই লড়াইয়ে উভয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার স্পটলাইটে থাকবেন। তাদের পারফরম্যান্স ফাইনালের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
 
বিরাট কোহলি বনাম মিচেল স্যান্টনার
গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ২১৭ রান করেছেন তিনি। ফাইনালে ১১ রান করলেই তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন, বর্তমানে ২২৭ রান নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট।
অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। তিনি ৭ উইকেট শিকার করেছেন এবং দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার হিসেবে ভূমিকা রেখেছেন। ব্যাট হাতেও ৩০ রান করেছেন তিনি।
কোহলির বিপক্ষে স্যান্টনারের রেকর্ড মিশ্র। একদিকে, কোহলি তার বিরুদ্ধে ৬০-এর বেশি গড়ে রান করেছেন, তবে স্যান্টনার তাকে চারবার আউটও করেছেন। তাই ফাইনালে এই লড়াই বেশ উত্তেজনাপূর্ণ হবে।
 
মোহাম্মদ সামি বনাম কেন উইলিয়ামসন
৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি। বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে ৩ উইকেট নেন তিনি।
নিউজিল্যান্ডের ব্যাটিং ভরসা কেন উইলিয়ামসন, যিনি ৪ ইনিংসে ১৮৯ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি, আর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ১০২ রান করেন।
 
শুভমান গিল বনাম ম্যাট হেনরি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে দারুণ শুরু করেছিলেন শুভমান গিল। কিন্তু এরপর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২ রানে ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে আউট হন তিনি।
নিউজিল্যান্ডের পেস আক্রমণে সবচেয়ে বড় অস্ত্র ম্যাট হেনরি। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলারদের মধ্যে আছেন তিনি। গ্রুপ পর্বে গিলকে ২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন হেনরি। তবে ফাইনালে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে, কারণ সেমিফাইনালে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান তিনি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, “এই মুহূর্তে হেনরির অবস্থা অনিশ্চিত। তার কাঁধে কিছুটা ব্যথা রয়েছে, তবে আমরা আশা করছি সে সুস্থ হয়ে যাবে।”
 
রাচিন রবীন্দ্র বনাম বরুণ চক্রবর্তী
এবারের আসরে নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র। ৩ ইনিংসে ২টি সেঞ্চুরিতে ২২৬ রান করেছেন তিনি। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এবার অন্যতম সেরা বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন। ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন। এবারও তিনি রাচিনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন, কারণ গ্রুপ পর্বে মাত্র ৬ রানেই তাকে ফিরিয়ে দিয়েছিলেন বরুণ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উভয় দলই সেরা পারফরম্যান্স দিতে মরিয়া। ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে এসব খেলোয়াড়দের পারফরম্যান্স ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আজকের ফাইনালেই জানা যাবে, শেষ হাসি কে হাসবেÑভারত নাকি নিউজিল্যান্ড।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স