ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পটলাইটে যারা

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:২৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:২৯:১৭ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পটলাইটে যারা

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা জয়ের এই লড়াইয়ে উভয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার স্পটলাইটে থাকবেন। তাদের পারফরম্যান্স ফাইনালের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
 
বিরাট কোহলি বনাম মিচেল স্যান্টনার
গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ২১৭ রান করেছেন তিনি। ফাইনালে ১১ রান করলেই তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন, বর্তমানে ২২৭ রান নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট।
অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। তিনি ৭ উইকেট শিকার করেছেন এবং দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার হিসেবে ভূমিকা রেখেছেন। ব্যাট হাতেও ৩০ রান করেছেন তিনি।
কোহলির বিপক্ষে স্যান্টনারের রেকর্ড মিশ্র। একদিকে, কোহলি তার বিরুদ্ধে ৬০-এর বেশি গড়ে রান করেছেন, তবে স্যান্টনার তাকে চারবার আউটও করেছেন। তাই ফাইনালে এই লড়াই বেশ উত্তেজনাপূর্ণ হবে।
 
মোহাম্মদ সামি বনাম কেন উইলিয়ামসন
৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি। বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে ৩ উইকেট নেন তিনি।
নিউজিল্যান্ডের ব্যাটিং ভরসা কেন উইলিয়ামসন, যিনি ৪ ইনিংসে ১৮৯ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি, আর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ১০২ রান করেন।
 
শুভমান গিল বনাম ম্যাট হেনরি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে দারুণ শুরু করেছিলেন শুভমান গিল। কিন্তু এরপর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২ রানে ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে আউট হন তিনি।
নিউজিল্যান্ডের পেস আক্রমণে সবচেয়ে বড় অস্ত্র ম্যাট হেনরি। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলারদের মধ্যে আছেন তিনি। গ্রুপ পর্বে গিলকে ২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন হেনরি। তবে ফাইনালে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে, কারণ সেমিফাইনালে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান তিনি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, “এই মুহূর্তে হেনরির অবস্থা অনিশ্চিত। তার কাঁধে কিছুটা ব্যথা রয়েছে, তবে আমরা আশা করছি সে সুস্থ হয়ে যাবে।”
 
রাচিন রবীন্দ্র বনাম বরুণ চক্রবর্তী
এবারের আসরে নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র। ৩ ইনিংসে ২টি সেঞ্চুরিতে ২২৬ রান করেছেন তিনি। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এবার অন্যতম সেরা বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন। ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন। এবারও তিনি রাচিনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন, কারণ গ্রুপ পর্বে মাত্র ৬ রানেই তাকে ফিরিয়ে দিয়েছিলেন বরুণ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উভয় দলই সেরা পারফরম্যান্স দিতে মরিয়া। ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে এসব খেলোয়াড়দের পারফরম্যান্স ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আজকের ফাইনালেই জানা যাবে, শেষ হাসি কে হাসবেÑভারত নাকি নিউজিল্যান্ড।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স