ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:২৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:২৮:৪০ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের চূড়ান্ত লড়াইয়ে আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছে ভারত শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে, অন্যদিকে দীর্ঘ ২৫ বছরের শিরোপা-খরা কাটানোর জন্য প্রস্তুত নিউজিল্যান্ড।
চলতি আসরে ভারত ও নিউজিল্যান্ড একই গ্রুপে ছিল। ভারত ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছায়, আর নিউজিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়। গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল দু'দল, যেখানে ভারত ৪৪ রানে জয় লাভ করে। ঐ ম্যাচে ভারতের বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট শিকার করে নজর কাড়েন।
সেমিফাইনালে ভারত শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছায়। ২০১৩ ও ২০১৭ সালের পর আবারও শিরোপার জন্য লড়বে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “টানা তিন বছর আমরা আইসিসির তিনটি ফাইনাল খেলেছি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করা। নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ, তাই আমাদের খুবই সাবধান থাকতে হবে।”
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার শিরোপার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমরা এবারের আসরে ধারাবাহিকভাবে ভালো খেলেছি। ভারতকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ছুঁতে পারিনি, এবার সে সুযোগ কাজে লাগাতে চাই।”
ওয়ানডে ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১১৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৬১ বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০ বার। ১টি ম্যাচ টাই হয়েছে ও ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করতে চায় ভারত, আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চায় নিউজিল্যান্ড। ফাইনালে কারা বাজিমাত করবে, তা জানা যাবে কালকের রোমাঞ্চকর লড়াইয়ে।

দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ওরুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স