ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
নিক্কেই এশিয়ার প্রতিবেদন

ট্রাম্পের নতুন শুল্কে তীব্র চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:১৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:১৬:০৫ পূর্বাহ্ন
ট্রাম্পের নতুন শুল্কে তীব্র চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার চীনা পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত দেশ দু’টির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নতুন শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে রফতানি করা চীনা পণ্যগুলোর ওপর মোট শুল্কের হার ২০ শতাংশ ছাড়িয়ে যাবে, যা আগের ১০ শতাংশ শুল্ক এবং অন্যান্য বিদ্যমান শুল্কের সঙ্গে যোগ হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেবে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করি, যুক্তরাষ্ট্র যৌক্তিক ও বাস্তবসম্মতভাবে পরিস্থিতি মোকাবিলা করবে এবং সমানতালে সংলাপের মাধ্যমে পারস্পরিক মতপার্থক্য দূর করার সঠিক পথে ফিরে আসবে।
প্রথম ট্রাম্প প্রশাসন ২০১৮ ও ২০১৯ সালে চীনের প্রায় ৩৮০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই কঠোর বাণিজ্য নীতি অনুসরণ করছেন। তার ঘোষণা অনুসারে, আগামী ১২ মার্চ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এছাড়া তিনি স্বয়ংচালিত, আধুনিক প্রযুক্তি এবং ওষুধ শিল্পেও শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন।
চীনে ব্যবসা পরিচালনাকারী ২৭০টি মার্কিন কোম্পানির সংগঠন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য পরিষদ (ইউএসসিবিসি) এই নতুন শুল্ক আরোপের বিরোধিতা করেছে। ইউএসসিবিসি প্রেসিডেন্ট শন স্টেইন বলেছেন, ব্যাপক শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের ব্যবসা, ভোক্তা এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত করবে এবং আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করবে। প্রখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এক সাক্ষাৎকারে বলেছেন, শুল্ক মূলত যুদ্ধের একটি রূপ। এতে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপ পড়ে, কারণ এই ব্যয়ের জন্য ‘টুথ ফেয়ারি’ টাকা দেবে না!
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কৌশল যদি হয় ‘বৃদ্ধি করে কমানো’, তাহলে মাত্র ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ চীনের ওপর পর্যাপ্ত চাপ সৃষ্টি করবে না। ব্যাংক অব আমেরিকার বিশ্লেষক হেলেন কিয়াও এবং বেনসন উ এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছেন, চীনের ওপর চাপ সৃষ্টি করতে হলে আরও উচ্চ হারে শুল্ক আরোপ এবং প্রযুক্তি ও বিনিয়োগের ওপর বিধিনিষেধ দেয়া অপরিহার্য।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ