ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে
নিক্কেই এশিয়ার প্রতিবেদন

ট্রাম্পের নতুন শুল্কে তীব্র চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:১৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:১৬:০৫ পূর্বাহ্ন
ট্রাম্পের নতুন শুল্কে তীব্র চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার চীনা পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত দেশ দু’টির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নতুন শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে রফতানি করা চীনা পণ্যগুলোর ওপর মোট শুল্কের হার ২০ শতাংশ ছাড়িয়ে যাবে, যা আগের ১০ শতাংশ শুল্ক এবং অন্যান্য বিদ্যমান শুল্কের সঙ্গে যোগ হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেবে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করি, যুক্তরাষ্ট্র যৌক্তিক ও বাস্তবসম্মতভাবে পরিস্থিতি মোকাবিলা করবে এবং সমানতালে সংলাপের মাধ্যমে পারস্পরিক মতপার্থক্য দূর করার সঠিক পথে ফিরে আসবে।
প্রথম ট্রাম্প প্রশাসন ২০১৮ ও ২০১৯ সালে চীনের প্রায় ৩৮০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই কঠোর বাণিজ্য নীতি অনুসরণ করছেন। তার ঘোষণা অনুসারে, আগামী ১২ মার্চ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এছাড়া তিনি স্বয়ংচালিত, আধুনিক প্রযুক্তি এবং ওষুধ শিল্পেও শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন।
চীনে ব্যবসা পরিচালনাকারী ২৭০টি মার্কিন কোম্পানির সংগঠন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য পরিষদ (ইউএসসিবিসি) এই নতুন শুল্ক আরোপের বিরোধিতা করেছে। ইউএসসিবিসি প্রেসিডেন্ট শন স্টেইন বলেছেন, ব্যাপক শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের ব্যবসা, ভোক্তা এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত করবে এবং আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করবে। প্রখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এক সাক্ষাৎকারে বলেছেন, শুল্ক মূলত যুদ্ধের একটি রূপ। এতে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপ পড়ে, কারণ এই ব্যয়ের জন্য ‘টুথ ফেয়ারি’ টাকা দেবে না!
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কৌশল যদি হয় ‘বৃদ্ধি করে কমানো’, তাহলে মাত্র ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ চীনের ওপর পর্যাপ্ত চাপ সৃষ্টি করবে না। ব্যাংক অব আমেরিকার বিশ্লেষক হেলেন কিয়াও এবং বেনসন উ এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছেন, চীনের ওপর চাপ সৃষ্টি করতে হলে আরও উচ্চ হারে শুল্ক আরোপ এবং প্রযুক্তি ও বিনিয়োগের ওপর বিধিনিষেধ দেয়া অপরিহার্য।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স