ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
আজ বুধবার বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ

আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:১৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:১৪:৫০ পূর্বাহ্ন
আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এবার অন্তত চারজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।
সূত্রমতে, নতুন অন্তত চারজন উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাচ্ছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা মন্ত্রণালয়) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যবের নামও শোনা যাচ্ছে নতুন উপদেষ্টা পদে।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন। পরে শূন্য হওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পান দফতর ছাড়া উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা মাহফুজ আলম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বর্তমানে প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে। এছাড়া বর্তমান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না বলে জানিয়ে আসছিলেন। ফলে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে সি আর আবরারকে।
উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আমিনুল ইসলাম ও সি আর আবরার : আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সি আর আবরার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। 
প্রেস সচিব বলেন, বুধবার একজন নতুন উপদেষ্টা শপথ নেবেন, প্রফেসর সি আর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বাংলাদেশের উনার প্রচুর লেখালেখি আছে। অনেক বিষয়ে উনার একটিভিজম আছে। আমরা আশা করছি উনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। কাল বেলা ১১টায় শপথ। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে উপদেষ্টার সংখ্যা এখন ২১।
অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এ উপদেষ্টার শপথ হবে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নিশ্চিত করেন। আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। নিয়োগ পাওয়ার পর আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। সেক্ষেত্রে বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। সর্বশেষ ১০ নভেম্বর তিনজন উপদেষ্টা যুক্ত হন। গত বছরের ২০ ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হন ২২ জন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স