ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার শয়ন গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার শয়ন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে ‘কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী’ শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার সঙ্গে আরও দুই সহযোগী রিদয় ও সোহাগকেও আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর শের-ই-বাংলা নগর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। সংশ্লিষ্টরা জানায়, শয়নের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া, গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। সেনাবাহিনীর অভিযানের মাধ্যমে এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়ন।
সংশ্লিষ্ট এক সেনা কর্মকর্তা জানান, শয়ন দীর্ঘদিন ধরে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছিল। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রীয় মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সে ঢাকা ছেড়ে শেরপুরে পালিয়ে যায়। তবে, সম্প্রতি আগারগাঁও এলাকায় তার সন্ত্রাসী বাহিনী পুনর্গঠনের চেষ্টা শুরু করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।  সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সেনাবাহিনী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দুটি চেকপয়েন্ট স্থাপন করে। এরপর মঙ্গলবার ভোরে মানিক মিয়া এভিনিউতে মোটরসাইকেল চালানোর সময় শয়নকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার দুই সহযোগী রিদয় ও সোহাগকে আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রথমে শের-ই-বাংলা নগর থানায় তাদের হস্তান্তর করা হয় এবং পরে শয়নকে আদাবর থানায় স্থানান্তর করা হয়। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানী থেকে সন্ত্রাস নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, কেউ যদি সন্ত্রাসীদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে সেনা ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শয়নের গ্রেফতার ঢাকার কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে বড় ধরনের অগ্রগতি। তার গ্রেফতারের ফলে রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ কমবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স