মাঠে মাঠে এখন পাকা ধান। কিন্তু শ্রমিক সংকটে সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারছেন না ফেনীর পরশুরাম উপজেলার কৃষকরা। শ্রমিক মিললেও জনপ্রতি একদিনের মজুরি দিতে হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা, সঙ্গে দুই বেলা খাবার। এতে খরচ পড়ছে প্রায় দেড় হাজার টাকার মতো। এদিকে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকা করে। সম্প্রতি উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৩২৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হেক্টর প্রতি গড়ে পাঁচ থেকে সাত টন করে ফলন পাওয়া যাচ্ছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকায় কমবেশি বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে শ্রমিক সংকট থাকায় কৃষকদের অনেকে নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটার কাজে নেমেছেন। উপজেলার জয় চাঁদপুর গ্রামের কৃষক আবুল খায়ের জানান, তিনি এবার আড়াইশ শতকে বোরো ধানের আবাদ করেছেন। রোগবালাই নিয়ে দুশ্চিন্তায় থাকলেও ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারে ধানের চাহিদা ও মূল্য অনেক কম থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান জানান, বোরোর দাম কম থাকায় কৃষকদের ভালোভাবে ধান শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছেন তিনি। কয়েক দিন পর সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হবে। পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, চলতি বোরো মৌসুমে শ্রমিকের দাম বেশি। কিন্তু তার বিপরীতে ধানের বাজার দাম কম হওয়ায় কৃষকরা লোকসান গুনতে হচ্ছে। কৃষকদের প্রতি পরামর্শ, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটলে খরচ বাঁচবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

চড়া মজুরিতে ধান কাটতে পারছেন না কৃষক
- আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ১২:২১:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ১২:২১:৩৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ