ঢাকা , মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সফর হবে দু’দেশের জন্য মাইলফলক স্বাধীনতা পুরস্কার দেয়া হবে আজ স্বরূপকাঠির সুটিয়াকাঠি বলদিয়া সংযোগ সেতুর বেহাল দশা ভারত থেকে এলো সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল সাতক্ষীরায় গাছে ঝুলছিল যুবকের লাশ শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন- রিজভী শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য মাদারীপুরে শ্রমিকদলের একাংশের সভাপতিকে কুপিয়ে হত্যা রাজধানীতে ছিনতাই চাঁদাবাজি অনেকাংশে কমে গেছে : ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে নেজামে ইসলাম পার্টি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয়- সারজিস ছাত্রনেতারা আগ্রহ নিয়ে তার কাছে গিয়েছিলেন : নুর বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি গ্রহণ করা হবে-পরিবেশ উপদেষ্টা বিপর্যয়ে ট্রাভেল এজেন্সি খাত সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জাতীয় পার্টি মহাসচিবের একনেকে ২১ হাজার ১৩৯ কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত এটাই রাজনীতি-তারেক রহমান ৭১ ও ২৪ এক কাতারে রাখায় দ্বিমত বিএনপির টিক চিহ্ন নয়, সংস্কারের উপযুক্ত পদ্ধতি আলোচনা

বক্স অফিসে চলছে ‘নে ঝা ২’ ঝড়

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৭:৩৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৭:৩৫:৫৬ অপরাহ্ন
বক্স অফিসে চলছে ‘নে ঝা ২’ ঝড়
একটি নতুন সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসের সব রেকর্ড ভাঙতে চলেছে। সেই ছবিটি আমেরিকান কিংবা ইউরোপীয় নয়। এশিয়ার সিনেমাটিই এখন অ্যানিমেশন দুনিয়ার রাজত্ব করবে। বলছি চীনের সিনেমা ‘নে ঝা ২’- এর কথা। এই ছবিটি ২ বিলিয়ন ডলার আয় করেছে। বিশ্বের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে এই বিশাল মাইলফলক স্পর্শ করেছে ‘নে ঝা ২’। সেইসঙ্গে বিশ্বের প্রথম অ-ইংরেজি ভাষার সিনেমা হিসেবে ১ এবং ২ বিলিয়ন ডলার আয় করার রেকর্ডও করেছে ছবিটি। সিনেমাটিকে ভাবা হচ্ছে চীনের চলচ্চিত্র শিল্পের উন্নতির প্রতীক। দেশটির গর্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে এটি। ছবিটির অভাবনীয় সাফল্য চীন তথা এশিয়ার সিনেমা শিল্পকে নতুন এক অধ্যায়ে পৌঁছে দিয়েছে। চাইনিজ রুপকথার গল্পের ‘নে ঝা’ সিনেমার সিক্যুয়েলটিও যেন সাফল্যের রুপকথা লিখে ফেললো। ‘নে ঝা ২’ পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। চীনে ২৯ জানুয়ারি মুক্তির পর সিনেমাটি মাত্র ৩৩ দিনে দেশটির বাজার থেকে ১.৯৬ বিলিয়ন ডলার আয় করে নেয়। এরপর ছবিটি আন্তর্জাতিক বাজারে মুক্তি পায় ফেব্রুয়ারির মাঝামাঝিতে, যখন ‘ক্যাপ্টেন আমেরিকা ৪’- এর মতো বিগ বাজেটের ছবি চলছিল। তার ভিড়েই ‘নে ঝা ২’ দেখিয়ে দিলো ম্যাজিক। দারুণভাবে দর্শক টেনেছে ছবিটি। উত্তর আমেরিকায় ১৬.১৮ মিলিয়ন ডলার আয় করেছে। যদিও গত সপ্তাহের তুলনায় সিনেমার প্রদর্শনের সংখ্যা কিছুটা কমেছে, তবুও রবিবার একদিনে ১৯.৫ মিলিয়ন ডলারের মতো বিস্ময়কর আয় উপহার দিয়েছে ছবিটি। তৈরি করেছে নতুন রেকর্ড। এই চমকপ্রদ অর্জন ‘নে ঝা ২’ এখন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির আয়কেও টপকে যাওয়ার পথে রয়েছে। অ্যাভেঞ্জার্স সিরিজের এই পর্বটি ২.০৫ বিলিয়ন ডলার আয় করেছিল। আর বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা ?‘অ্যাভাটার’-কে পেছনে ফেলতে ‘নেঝা ২’ ছবিকে আয় করতে হবে ২.৯২ বিলিয়নেরও বেশি। ধারণা করা হচ্ছে আগামী ডিসেম্বরে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ‘নে ঝা ২’ ছবির দর্শক ভাটা পড়বে না। ছবিটি নিয়ে এখন ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশগুলোও আগ্রহ দেখাচ্ছে। দুর্বার গতিতে এগিয়ে চলা ‘নে ঝা ২’ কোথায় গিয়ে থামবে সেটাই কৌতুহলী হয়ে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। অ্যানিমেটেড এই সিনেমায় উঠে এসেছে চাইনিজ পুরাণ রুপকথার গল্প। ১৬ শতকের চীনা উপন্যাস ‘দ্য ইনভেস্টিচার অফ দ্য গডস’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এর প্রধান দুটি চরিত্র নে ঝা এবং আও বিং। এক সাধারণ বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি আছে এতে। সেই বালকের নাম নে ঝা। তাকে নিয়ে ২০১৯ সালে মুক্তি পায়া প্রথম সিনেমা ‘নে ঝা’। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছিল সিনেমাটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স