
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক
- আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১১:১৭:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১১:১৭:২৯ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আট জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। গত রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ওই এলাকার বাসিন্দা সাব্বির (১৬), হান্নান (৪০), সোহাগ (২৩), দেড় বছরের শিশু সুমাইয়া, রূপালি বেগম (২০), সামিয়া আক্তার (৯), জান্নাত (৩) ও নুরজাহান লাকি বেগম (৩০)। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। এখনও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, একটি টিনশেড বাড়ির পাশাপাশি দুটি রুমে দুই পরিবারের আট জন ঘুমিয়েছিল। সেখানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আট জন দগ্ধ হন। তাদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির নিচে থাকা গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আট জনেরই অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫, শিশু সুমাইয়ার ৪৪, সোহাগের ৪০, রূপালি বেগমের ৩৪, সাব্বিরের ২৭, নুরজাহান লাকির ২২, সামিয়ার ৭ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ