ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঘনিষ্ঠদের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন সাবেক মন্ত্রী আনিসুল হক আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত দলগুলো ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি-আলী রীয়াজ লেনদেনের মাধ্যমে শিশু হাসপাতালে চিকিৎসক নিয়োগ হয়েছে-ডা. খালিদুজ্জামান তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা আইএমইডিতে ৪ কোটি টাকার কাজ করেছে ২৬ কোটি টাকায় টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে-শারমীন এস মুরশিদ জাপানের বন্ধুত্ব ও অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে -প্রধান উপদেষ্টা প্রস্তুত এসএসসির ফল, প্রকাশ শিগগিরই প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক ১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫৬২ ডিএই’র পেঁয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ এগ্রোটেক ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা

আমতলীতে আগাম তরমুজের ফলনে চাষিরা খুশিতে মাতোয়ারা

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৯:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৯:৫৫:১৩ অপরাহ্ন
আমতলীতে আগাম তরমুজের ফলনে চাষিরা খুশিতে মাতোয়ারা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রতিবছরই দক্ষিণাঞ্চলে তরমুজের ফলন ভালো হয়। এ সিজনে চোখ দিতেই যেন চারদিকে সবুজের সমরোহ। বিস্তীর্ণ বালুচরেও সবুজ লতায় মোড়ানো গাছগুলো ছেয়ে আছে সবুজ পাতা  আর লতায়। এর ফাঁকে ফাঁকে রসালো ফল তরমুজ। যতদূরে চোখ যায় শুধু তরমুজের ডোরা ডোরা ছাপাই দেখা যাচ্ছে। ডিসেম্বর মাসের শেষের  দিকে লাগানো তরমুজের বীজ থেকে এখন তরমুজ ফল বিক্রিও হচ্ছে।
আমতলী উপজেলার উপকূলীয় গুলিশাখালী ইউনিয়নের গুলিয়াখালী চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ওই এলাকার পতিত জমিতে আগাম তরমুজের ফলন হয়েছে। এ এলাকাটি নদীবর্তী চরে বালু ও কাদামাটিতে  ভরা এ চরাঞ্চল। এতে চাষিরা এক সিজনে ব্যাপক তরমুজের চাষ করেন আর বাকি সিজনে ধান চাষ করেন। এতে পানি ওঠানামা করায় ওই  জমিতে বাঁধ দিয়ে তরমুজের চাষ করেন চাষিরা।
আমতলী উপজেলা ঘুরে জানা গেছে, এ উপজেলার গুলিশাখালী, কুকুয়া, হলদিয়া, সদর ইউনিয়ন, চাওড়া ও কুকুয়া ইউনিয়নের তরমুজ চাষিরা এ বছর বীজের দাম গত বছরের তুলনায় কম। গত বছর তরমুজে লোকসান হওয়াতে অনেক চাষি তরমুজ চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বাজারে এক কৌটা (১০০ গ্রাম) বিগ ফ্যামিলি ২,৫০০ টাকা, জাগুয়া ২,২০০ টাকা ও এশিয়ান বীজ ১,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাষিরা জানান, ওষুধ ও বিজের দাম মাত্রাতিরিক্ত হয়নি। সেক্ষত্রে চাষিরা বেশি লাভবান হবেন এমনটাই প্রত্যাশা  এ চরাঞ্চলের সকল চাষিদের।
তরমুজ চাষিরা  গত ১৫ বছর ধরে স্থানীয় চাষিরা তরমুজ চাষ করে আসছেন। বালিয়াড়িতে উৎপাদিত তরমুজ আকারে ছোট হলেও স্বাদে ভালো হওয়ায় গ্রাহকের কাছে এসব তরমুজ পছন্দের। পাশাপাশি লাভ হওয়ায় চাষিরা ধারাবাহিক তরমুজ চাষ করে আসছেন। ইতোমধ্যে খেতের তরমুজ চার থেকে পাঁচ কেজি আবার কোনো কোনো তরমুজ আট থেকে দশ কেজি ওজনের হয় একেকটি তরমুজ।
গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা ছোট গুলিশাখালী, হলদিয়া ইউনিয়নের টেপুরা, কুকুয়ার আমরাগাছিয়া গ্রাম ঘুরে দেখা গেছে, খেত মালিকরা পুরো হরদমে তরমুজ বিক্রি করছেন।
কুকুয়ার লাল মিয়া বলেন, আমি এ বছর ৫ একর জমিতে তরমুজ চাষ করেছি। বীজের দাম কম থাকায় গত বছরের তুলনায় এ বছর খরচ কম হবে।
আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর তরমুজের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭০০ হেক্টর। এ বছর এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ৪৯৪ হেক্টর জমিতে তরমুজ চাষ করছেন চাষিরা। গত বছরের তুলনায় এ বছর ৪ হাজার ৫৯৪ হেক্টর জমিতে তরমুজের চাষ দিগুণ হয়েছে। বেলে-দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় আমতলীতে রসালো তরমুজ চাষ ভালো হয়। আমতলী উপজেলার আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া ও চাওড়া ইউনিয়নে তরমুজের ফলন ভালো হয়। এ বছর ওই ইউনিয়নের চাষিরা লোকসানের ভয়ে তরমুজ চাষ করছেন না।
চাষিরা জানান, সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিশাখালী গ্রামে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ১৫ কান জমিতে তরমুজ চাষ করে আসছেন চাষিরা। বর্তমানে তরমুজ খেত থেকে ফলন শুরু করেছে। সপ্তাহখানেক পর পুরোদমে বাজারজাত করা সম্ভব হবে এবং তিন ধাপে তরমুজ বিক্রি হবে।
গত ৮ বছর ধরে তরমুজ চাষ করে আসা তরমুজ চাষি শাহীন গাজি বলেন, আমি পাঁচ কানি জমিতে তরমুজ চাষ করেছি। এতে খরচ বাদ দিয়ে লাখের উপরে লাভ হবে। একেকটি তরমুজ ৩০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। আমতলী উপজেলা সিনিয়র  কৃষি কর্মকর্তা  মো. ঈছা বলেন, এবছর আমতলী উপজেলার তরমুজ চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ হাজার ৫৯৪ হেক্টর। গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজার  মূল্য ভালো থাকায়  কৃষকরা তরমুজ চাষে ব্যাপকভাবে লাভবান হয়। এ কারণে এ বছর কৃষকদের ভিতরে তরমুজ চাষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, এ উপজেলা জুড়ে যত তরমুজ খেত রয়েছে। তার মধ্যে উপকূলের তরমুজগুলো বেশ সুস্বাদু। এতে আরো ফলন ভালো হওয়ার জন্য কৃষি কর্মকর্তাকে চাষিদের  যথেষ্ট পরামর্শ দেয়ার নির্দেশনা রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আইএমইডিতে ৪ কোটি টাকার কাজ করেছে ২৬ কোটি টাকায়

আইএমইডিতে ৪ কোটি টাকার কাজ করেছে ২৬ কোটি টাকায়