
আজ ভোটার দিবস প্রকাশ হবে হালনাগাদ তালিকা
- আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৩:০৬:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৩:০৬:৫৯ অপরাহ্ন


জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবারও হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে
রাজনীতির পরিবর্তিত সময় এবং ভোটের রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশের মধ্যে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ বার্তা নিয়ে আসছে ভোটার দিবস।
নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
দিবসকে কেন্দ্র করে নাগরিকদের ভোটার হতে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন প্রচার কার্যক্রমও হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মত এবারও হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।
গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ করে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য নিয়েছেন। নিবন্ধন শেষে তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।
আগামী বছর, অর্থ্যাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবার।
২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তর করার তথ্য থাকবে হালনাগাদে।
তথ্য সংগ্রহ শেষে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
চলতি বছরের জুনের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে।
সেক্ষেত্রে নতুনদের যুক্ত এবং মৃতদের বাদ দিয়ে ত্রয়োদশ সংসদের আগে চূড়ান্ত ভোটার সংখ্যা জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ