ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিআইডিতে আসছে নতুন এসিপি বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ হলে বাড়লো জংলির শো ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে অপু নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ

সিলেটে নিত্যপণ্যের দাম লাগামহীন প্রশাসন হার্ডলাইনে

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৯:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৯:৪৭:১১ অপরাহ্ন
সিলেটে নিত্যপণ্যের দাম লাগামহীন প্রশাসন হার্ডলাইনে
সিলেট প্রতিনিধি
রমজান মাসকে সামনে রেখে অসাধু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করার অভিযোগ উঠেছে। গত দুদিন সব ধরণের পণ্যের দাম বৃদ্ধি হতে দেখাগেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর রমজানে বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধ, ভেজাল খাদ্য বিক্রিসহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখতে হার্ডলাইনে নেমেছে প্রশাসন।
রমজান মাসে যাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য মাস জুড়ে প্রশাসনের পক্ষ থেকে সিলেট নগরী, জেলা-উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও ভোক্তা অধিকার নিয়ে নিম্ন আয়ের মানুষসহ সর্বস্তরের মানুষ যেন নির্ধারিত মূল্যে দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার  সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বিষয়টি নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুজ্জামানের পরিচালানায় এসময় এসএমপির এডিসি, সিলেট বিএসটিআইর সহকারী পরিচালক, সিলেট আমদানী ও রফতানি অফিসের নির্বাহী অফিসার, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা, সিলেট কৃষি অধিদপ্তর, সিলেট সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সিলেটের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক, সিলেট অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক, লালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, হাজী নোয়াব আলী মার্কেটের সাধারণ সম্পাদক সিলেট ভেজিটেবল মার্কেটের সাধারণ সম্পাদকসহ সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় যুক্ত হয়ে তারা বক্তব্য রাখেন। নিত্য প্রয়োজনী দ্রব্যের বাজারমূল্য পর্যালোচনা ও মনিটরিং, খাদ্যদ্রব্যে ক্ষতিকারক রাসায়নিক ও ভেজাল মিশ্রিত প্রতিরোধে  মোবাইল কোর্ট পরিচালনা, যানজট নিরসন ও পণ্যের নিরাপদ সরবরাহ নিশ্চিতকরণ ও বাজারে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন আলোচনা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্বরোপ করে নিয়মিত বাজার মনিটরিং এর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন- পণ্য মজুদকরণ ও অধিক মুনাফা লাভের মনোভাব পরিহার করে সেবার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য জেলার খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের আহবান জানান। এদিকে, গত বুধবার থেকে বেশী দামে নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি না করার জন্য জেলা প্রশাসনের মোবাইল  কোর্ট কার্যক্রম শুরু হয়েছে। রমজানে এ মোবাইল কোর্টের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। জানা গেছে, রমজানের আগেই সিলেটে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন। এ বছর যাতে পণ্য মূল্য নিয়ে কোনো সিন্ডিকেট না হয় সে জন্য আগে ভাগেই অ্যাকশনে নামে প্রশাসন। এর আগে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয় কঠোর বার্তা। প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করে দেয় প্রশাসন। এর আগে সিটি কর্পোরেশন মাংসের দাম নির্ধারিত করে দেওয়া মূল্য অনুযায়ী পবিত্র রমজান মাসের জন্য গরুর মাংস ৭৫০ টাকা, খাসীর মাংস ১০০০ টাকা, মহিষ ৬৫০ টাকা, ছাগল- ভেড়া ৯৫০টাকা, সোনালী মুরগী ৩০০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মুরগী ১৭০  থেকে ১৮০ টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে। নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা আশরাফুল আলম জানান- রামজানে যেন পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকে তার জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতি জোর দাবী জানাচ্ছি। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন- আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণ, যানজট সমস্যা নিরসন, দ্রব্যমূল্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজী বন্ধ করতে হবে। এছাড়া মহানগরীতে হকারদের একটি নিদিষ্ট করে দিতে হবে যাতে দোকানদারদের পণ্য বিক্রি করতে অসুবিধা না হয়। তিনি বলেন- প্রতি ২/৩ দিন পর বিভিন্ন বাজারে নিত্যপণ্যে দ্রব্যের দাম ঠিক আছে কি না তা মনিটরিং করবে ও প্রতি বছরের ন্যায় এবারও সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে গত বৃহস্পতিবার নিয্যমূল্যে পণ্য বিক্রির জন্য চেম্বার এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিবৃ রোধ ও বাজার মনিটরিংয়ের জন্য জেলা শাসনের পক্ষ থেকে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে। কোনো ব্যবসায়ী যদি অতিরিক্ত মূল্য আদায় কিংবা ভেজাল পণ্য বিক্রি করেন তাহলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন- রমজানে নগরীতে যানজট নিরসনের জন্য ফুটপাত দখল নিয়ে জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ অভিযান শুরু হয়েছে।
বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে জেলা প্রশাসক বলেন- আগামী রবিবার সয়াবিন তেলের কোম্পানীর লোকদের নিয়ে বাজারে তেল সংকট ও দাম নিয়ে আলোচনা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য