সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রাজধানী ঢাকার নন্দীপাড়া এলাকা থেকে কামরুজ্জামান(৪০) ও হাবিব (৩৮)নামে দুই বন্ধু মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাংলাদেশ লোকও কারু শিল্প ফাউন্ডেশনে ঘুরতে আসেন। রাত ১০ টার দিকে বাড়িতে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবরর্দী এলাকার কনকা নামে ফ্যাক্টরির সামনে পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি উল্টে দুই বন্ধু মহাসড়কে ছিটকে পড়ে হাবিব নামে ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
পুলিশ ও স্থানীয়দের সূত্র মতে, রাজধানী ঢাকার নন্দীপাড়া এলাকার বদুজ্জামানের ছেলে কামরুজ্জামান ও একই এলাকার আব্দুল বাতেনের ছেলে ফিনল্যান্ড প্রবাসী হাবিবুর রহমান হাবিব নামে দুই বন্ধু মিলে গত বুধবার মোটরসাইকেল যোগে উপজেলার সোনারগাঁও লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে ঘুরতে আসেন। রাত ১০ টার দিকে দুই বন্ধু বাড়ি ফেরার পথে চট্টগ্রাম মহাসড়কের ত্রিবরর্দী এলাকার কনকা ফ্যাক্টরের সামনে পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। পুলিশ গাড়ির চালক হেলপার কে আটক করতে পারেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
