ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে করা মন্তব্য থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত সপ্তাহে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলেছেন কিনা তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে একটি চুক্তি করার প্রচেষ্টার মধ্যে নিজের অবস্থান বদলালেন ট্রাম্প। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকে বসেন ট্রাম্প। এ সময় তাকে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন, এখনও জেলেনস্কিকে তিনি স্বৈরশাসক মনে করেন কিনা? তখন জবাবে ট্রাম্প বলেন, আমি কি এটি বলেছি? আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি এটি বলেছি। গত সপ্তাহে সামাজিকমাধ্যমে এক পোস্টে যুদ্ধকালীন নির্বাচন না দেয়ার জন্য জেলেনস্কিকে স্বৈরশাসক বলেন ট্রাম্প। গত ১৯ ফেব্রুয়ারি সামাজিকমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেন এবং সতর্ক করে দেন, শান্তি নিশ্চিত করার জন্য তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নতুবা তার দেশ হারানোর ঝুঁকি নিতে হবে। এ সময় ট্রাম্প আরও বলেন, আমরা প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কাজ করতে চাই। আমরা তা করব। আমি মনে করি প্রেসিডেন্ট এবং আমার আসলে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ তা একটু চ্যালেঞ্জের মুখে পড়েছিল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

জেলেনস্কিকে স্বৈরশাসক বলার বিষয়টি মনে করতে পারছেন না ট্রাম্প
- আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৮:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৮:৪৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ