ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

বিশ্বের সবচেয়ে বড় ১০ হাসপাতালের বেশিরভাগই এশিয়ায়

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে বড় ১০ হাসপাতালের বেশিরভাগই এশিয়ায়
সম্প্রতি ওয়ার্ল্ডঅ্যাটলাস বিশ্বের ১০টি সবচেয়ে বড় হাসপাতালের তালিকা প্রকাশ করেছে। যেখানে চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মিসর এমনকি সার্বিয়ার হাসপাতাল স্থান পেয়েছে। এর মধ্যে ছয়টি হাসপাতালই এশিয়া মহাদেশে অবস্থিত। তালিকায় আরও আছে আফ্রিকা আর ইউরোপের হাসপাতালের নাম। এক নজরে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালগুলো-
এক - এই তালিকার শীর্ষস্থান দখল করেছে চীনের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব ঝেংঝৌ ইউনিভার্সিটি, যেখানে ৭,০০০ বেড রয়েছে। চীনের হেনান প্রদেশে এ হাসপাতালের অবস্থান। ১৯২৮ সালের সেপ্টেম্বরে প্রদেশটির কাইফেং এলাকায় এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
দুই - দ্বিতীয় অবস্থানে আছে চীনেরই ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার, যেখানে ৪,৩০০ বেড। চেংদু শহরে জিন নদীর তীরে বিশাল এ হাসপাতাল অবস্থিত।
তিন - এরপর ফিলিপাইনের ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ। ফিলিপাইনের মান্দালুয়ং শহরে প্রায় ৪৭ হেক্টর জায়গাজুড়ে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথের অবস্থান। শয্যার ভিত্তিতে এটি বিশ্বের তৃতীয় বড় হাসপাতাল। রয়েছে ৪ হাজার ২০০টি শয্যা। ১৯২৮ সালের ১৭ ডিসেম্বর হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়।
চার - তাইওয়ানের লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতাল। তাইওয়ানের সবচেয়ে বড় ও বিশ্বের চতুর্থ বৃহত্তম হাসপাতাল এটি। লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতালে শয্যার সংখ্যা ৪ হাজার।
পাঁচ - তুরস্কের আঙ্কারা বিলকেন্ত সিটি হাসপাতাল। তুরস্কের সবচেয়ে বড় আর বিশ্বের পঞ্চম বৃহত্তম হাসপাতাল এটি। আঙ্কারা শহরের চানকায়া এলাকায় অবস্থিত এ হাসপাতালে ৩ হাজার ৮১০টি শয্যা রয়েছে।
ছয় - শ্রীলঙ্কার ন্যাশনাল হসপিটাল অব শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় হাসপাতাল এটি। রাজধানী কলম্বোয় ৩৬ একর জায়গাজুড়ে হাসপাতালটির অবস্থান।
সাত - ক্রিস হানি বারাগওয়ানাথ হাসপাতাল (দক্ষিণ আফ্রিকা)। পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এটি।
আট - কাসের এল আয়নি হাসপাতাল (মিসর)। বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালের তালিকায় আট নম্বরে কাসের এল আয়নি হাসপাতাল।
নয় - ক্লিনিক্যাল সেন্টার অব সার্বিয়া (সার্বিয়া)। সার্বিয়ার সবচেয়ে বড় হাসপাতাল এটি। দেশটির রাজধানী বেলগ্রেডে ৩৪ একর জায়গাজুড়ে এর অবস্থান।
দশ - গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কোরিকড় (ভারত)। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার একটি সরকারি হাসপাতাল। কোরিকড় শহরের কেন্দ্র থেকে ৮ কিলোমিটার পূর্বে এ হাসপাতালের অবস্থান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স