ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

বিশ্বের সবচেয়ে বড় ১০ হাসপাতালের বেশিরভাগই এশিয়ায়

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে বড় ১০ হাসপাতালের বেশিরভাগই এশিয়ায়
সম্প্রতি ওয়ার্ল্ডঅ্যাটলাস বিশ্বের ১০টি সবচেয়ে বড় হাসপাতালের তালিকা প্রকাশ করেছে। যেখানে চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মিসর এমনকি সার্বিয়ার হাসপাতাল স্থান পেয়েছে। এর মধ্যে ছয়টি হাসপাতালই এশিয়া মহাদেশে অবস্থিত। তালিকায় আরও আছে আফ্রিকা আর ইউরোপের হাসপাতালের নাম। এক নজরে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালগুলো-
এক - এই তালিকার শীর্ষস্থান দখল করেছে চীনের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব ঝেংঝৌ ইউনিভার্সিটি, যেখানে ৭,০০০ বেড রয়েছে। চীনের হেনান প্রদেশে এ হাসপাতালের অবস্থান। ১৯২৮ সালের সেপ্টেম্বরে প্রদেশটির কাইফেং এলাকায় এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
দুই - দ্বিতীয় অবস্থানে আছে চীনেরই ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার, যেখানে ৪,৩০০ বেড। চেংদু শহরে জিন নদীর তীরে বিশাল এ হাসপাতাল অবস্থিত।
তিন - এরপর ফিলিপাইনের ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ। ফিলিপাইনের মান্দালুয়ং শহরে প্রায় ৪৭ হেক্টর জায়গাজুড়ে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথের অবস্থান। শয্যার ভিত্তিতে এটি বিশ্বের তৃতীয় বড় হাসপাতাল। রয়েছে ৪ হাজার ২০০টি শয্যা। ১৯২৮ সালের ১৭ ডিসেম্বর হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়।
চার - তাইওয়ানের লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতাল। তাইওয়ানের সবচেয়ে বড় ও বিশ্বের চতুর্থ বৃহত্তম হাসপাতাল এটি। লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতালে শয্যার সংখ্যা ৪ হাজার।
পাঁচ - তুরস্কের আঙ্কারা বিলকেন্ত সিটি হাসপাতাল। তুরস্কের সবচেয়ে বড় আর বিশ্বের পঞ্চম বৃহত্তম হাসপাতাল এটি। আঙ্কারা শহরের চানকায়া এলাকায় অবস্থিত এ হাসপাতালে ৩ হাজার ৮১০টি শয্যা রয়েছে।
ছয় - শ্রীলঙ্কার ন্যাশনাল হসপিটাল অব শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় হাসপাতাল এটি। রাজধানী কলম্বোয় ৩৬ একর জায়গাজুড়ে হাসপাতালটির অবস্থান।
সাত - ক্রিস হানি বারাগওয়ানাথ হাসপাতাল (দক্ষিণ আফ্রিকা)। পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এটি।
আট - কাসের এল আয়নি হাসপাতাল (মিসর)। বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালের তালিকায় আট নম্বরে কাসের এল আয়নি হাসপাতাল।
নয় - ক্লিনিক্যাল সেন্টার অব সার্বিয়া (সার্বিয়া)। সার্বিয়ার সবচেয়ে বড় হাসপাতাল এটি। দেশটির রাজধানী বেলগ্রেডে ৩৪ একর জায়গাজুড়ে এর অবস্থান।
দশ - গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কোরিকড় (ভারত)। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার একটি সরকারি হাসপাতাল। কোরিকড় শহরের কেন্দ্র থেকে ৮ কিলোমিটার পূর্বে এ হাসপাতালের অবস্থান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স