ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:২২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:২২:০০ অপরাহ্ন
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ
পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলায় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
জিও নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে এ বিস্ফোরণ ঘটে। শত শত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও জামিয়া দারুল উলুম হাক্কানিয়ার উপ-প্রশাসক মাওলানা হামিদুল হক হাক্কানি রয়েছেন। প্রতিবেদনে বলা বয়েছে, পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত মাদ্রাসাটির মসজিদে সাপ্তাহিক জুমার নামাজের জন্য জড়ো হওয়ার সময় সামনের সারিতে এই বিস্ফোরণ ঘটে। বিস্তৃত এই মাদ্রাসায় প্রায় ৪ হাজার শিক্ষার্থী থাকে, যারা বিনামূল্যে খাবার, বস্ত্র এবং শিক্ষা পেয়ে থাকে। বিস্ফোরণস্থল থেকে ৪৫ মিনিট দূরত্বে অবস্থিত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে হাই অ্যালার্ট ও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ আরও বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এটি একটি পরিকল্পিত হামলা, আত্মঘাতী বোমা হামলা। আশেপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে ফরেনসিক ও তদন্তকারী দল পাঠানো হয়েছে। রমজানের আগে এটিই ছিল শেষ জুমার নামাজ। সেখানে মুসল্লিদের ভিড় ছিল প্রচুর। মসজিদটি মাদ্রাসা প্রাঙ্গণের অভ্যন্তরে অবস্থিত। ছাত্ররা শিক্ষাবর্ষের শেষ দিন হিসাবে ছুটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খাইবার পাখতুনখোয়ার দারুল উলুম হাক্কানিয়া পাকিস্তানের বৃহত্তম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। সেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়তে আসে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স