ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিকল্পিত অস্থিরতা শিক্ষা প্রশাসনে শর্তের লড়াইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে নেত্রকোণায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই নতুনরূপে সেজেছে উত্তরার মুগ্ধ মঞ্চ রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ তিস্তার পানি বিপদসীমার ওপরে ২০ হাজার মানুষ পানিবন্দি চাঁপাইনবাবগঞ্জে ৪১ বিদ্যালয়ে পাঠদান ব্যাহত মুজিবনগরে মহিলাসহ মোট ৪ জনকে বিএসএফর পুশইন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবির যৌথ অভিযানে অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক মাদারীপুরে চুরি-ডাকাতি-ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাইকগাছায় কপোতাক্ষের বাঁধে ধস আতঙ্কে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বাঙ্গরায় মেয়াদ উত্তীর্ণ স্পিরিট পানে ২ জনের মৃত্যু সুনামগঞ্জে পাথরবাহী স্টিলের নৌকাসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশইন মেহেরপুর কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ১৫ আগস্ট মোরেলগঞ্জ বিএনপির কাউন্সিল ২ প্যানেলে বিভক্ত নেতাকর্মীরা কুমিল্লা বুড়িচংয়ের বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

বাংলাদেশ জুলাই যোদ্ধাদের কেউ ভুলবে না-প্রেস সচিব

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জুলাই যোদ্ধাদের কেউ ভুলবে না-প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান- এটা তো জাতির একটা মহৎ আন্দোলন। এটা তো বাংলাদেশের সবাই ধারণ করেন। তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে এরা জুলাইযোদ্ধা, জুলাইয়ের বীর, জুলাই শহীদ। আমি মনে করি, যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদের কেউ ভুলবে না, জুলাই শহীদেরকে কেউ ভুলবে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহত ও নিহতদের প্রাপ্য সুবিধাগুলো আইন করে পরিবর্তন যাতে না করা যায়, এমন কোনও উদ্যোগ সরকার নেবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমরা তো একটা অধিদফতর করেছি। অধিদফতরের আওতায় খুব নিয়মতান্ত্রিকভাবে সবকিছু করা হচ্ছে। দেখেন, ৫৩ বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে এখনও প্রশ্ন আছে। এখানে কয়েকবার করে চেক করা হয়েছে। সেই অনুযায়ী আমরা ক্যাটাগরি করেছি এবং সবার পাশেই এই অন্তর্বর্তী সরকার দাঁড়িয়েছে।
শহীদ পরিবারদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কোটার কোনও সিস্টেমে আমরা যাচ্ছি না। এটা কোটার বিষয় না। এটা প্রজন্মের পর প্রজন্মের বিষয়ও না। দেখেন, যারা আহত হয়েছে এমন অনেকেই আছে-যার চোখে ৫-৬টি করে গুলি চালানো হয়েছে। এটা তো অমানবিক। এখনও অনেকেই আছেন যারা চিকিৎসা নিচ্ছেন। শহীদদের সংখ্যা ৮৩৪ জন গেজেট করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে, অনেক শহীদের সংখ্যা আমাদের এখনও এই তদন্ত চলছে। আমরা কিন্তু আরও খুঁজছি। কেননা, জাতিসংঘের হিসাবে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনের মতো। আমরা জানি যে, কিছু কিছু কবরস্থানে জুলাই শহীদদের কোনও প্রকার চিহ্ন ছাড়া কবর দেয়া হয়েছে। সেটাও আমরা চেষ্টা করছি, পরিচয় কীভাবে বের করা যায়। তাদের চিহ্নিত করার একটা প্রক্রিয়া চলছে। শহীদদের সংখ্যা বাড়তে পারে, তবে আপাতত হচ্ছে ৮৩৪ জন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স