ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

শরিকদের অভিমান ভাঙাতে শিগগিরই বৈঠকে বসছে আওয়ামী লীগ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ১১:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ১১:৩১:৩৯ অপরাহ্ন
শরিকদের অভিমান ভাঙাতে শিগগিরই বৈঠকে বসছে আওয়ামী লীগ
জাতীয় সংসদ কিংবা উপজেলা-পৌরসভা, ইউনিয়ন নির্বাচন আসলেই ১৪দলীয় জোটের শরিক দলগুলোর গুরুত্ব বাড়ে আওয়ামী লীগেতবে নির্বাচনের পর আগের মতোই কমতে থাকে জোটের রাজনৈতিক তৎপরতা এবং আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪দলীয় জোটেসর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর ভরাডুবির পর প্রশ্ন উঠেছে ২০ বছর বয়সী এই জোটের প্রাসঙ্গিকতা নিয়েওপ্রয়োজনের তুলনায় যথেষ্ট মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ জানাতে থাকেন শরিক দলের নেতারাএবার জোট নেতাদের সঙ্গে বসে সকল মান-অভিমান দূর করতে চায় আওয়ামী লীগএজন্য দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর শরিকদের অভিমান ভাঙাতে উদ্যোগী হচ্ছে টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগএতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনাআওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছেসর্বশেষ সোমবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলীয় জোট আছেজোটনেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ আলোচনার জন্য বসবেনএর আগে গত ২ মে গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৪দল আছে, থাকবেজোট নেতাদের সঙ্গে বসবোজানা গেছে, ১৪ দল ভাঙা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেইমান-অভিমান আছেএটা থাকবেআবার থাকবেও নাএটা কেটেও যাবেকী নিয়ে মান-অভিমান, তা আপনারাও (গণমাধ্যমকর্মীরা) ভালো জানেনতবে আশা করি খুব শিগগিরই এ অভিমান কেটে যাবেতবে ১৪দলের শরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর ভরাডুবির পর প্রশ্ন উঠেছে ২০ বছর বয়সী এই জোটের প্রাসঙ্গিকতা নিয়েওপ্রয়োজনের তুলনায় যথেষ্ট মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ শরিক দলের নেতাদেরসম্প্রতি গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় আলাদা কথাকিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট আছেআমি  খুব শিগগিরই তাদের সঙ্গে বৈঠক করবোমুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক আদর্শকে ভিত্তি করে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে ১৪দলীয় জোটতৎকালীন ক্ষমতাসীন বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রাম গড়ে তুলে এ জোট
জোট নেতারা জানান, অতীতে বৈঠকে আওয়ামী লীগ একতরফা যে সিদ্ধান্ত দিয়েছে সেভাবে জোট চলছেআগামীতেও এটা হলে তো সমস্যার সমাধান হবে নাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ১৪ দল বেশ নিষ্ক্রিয়জোটের অস্তিত্ব নিয়ে ১৪ দলের ভেতর থেকেই ইতোমধ্যে বিভিন্ন কথা উঠেছেশরিকরা মনে করছেন, তাদের জোটের ভবিষ্যৎ অনিশ্চিতশুধু তাই নয়- জোট আছে কি নেই এ প্রশ্নও উঠেছেএই পরিস্থিতিতে জোটকে সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে আওয়ামী লীগদ্রুতই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এমন কথাও শোনা যাচ্ছেদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করা এই জোটের শরিক দলগুলো হচ্ছে- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ-আজাদী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (জেপি) ও কমিউনিস্ট কেন্দ্রএরমধ্যে তিনটি দলের নির্বাচন কমিশনের নিবন্ধন নেইএরা হলো- গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ-আজাদী লীগ ও কমিউনিস্ট কেন্দ্রশরিকদের মধ্য থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন চারজন, দশম সংসদে সংরক্ষিত দুজনসহ ১৩ জন, একাদশ সংসদে আটজনকিন্তু দ্বাদশ সংসদে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র দুজনেবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের রেজাউল করিম তানসেন না জিতলে এবার মুখ রক্ষা করাই কঠিন হতো ১৪ দলীয় জোটের শরিকদেরতবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে পারেনি শরিক দলগুলোআওয়ামী লীগের ওপর অত্যধিক নির্ভরতায় কমে গেছে দলগুলোর জনভিত্তিপ্রশ্নবিদ্ধ হয়েছে ছোট দলের বড় নেতাদের ভাবমূর্তিসব মিলিয়ে জোটের শরিক দলগুলো আওয়ামী লীগের জন্য পরিণত হয়েছে বোঝায়তাদের দাবি, ২০০৮, ১৪ ও ১৮ সালের টানা তিনটি নির্বাচনে দলের সাংগঠনিক অবস্থা ও নিজেদের মাঠের শক্তির চেয়ে ১৪ দলের শরিকরা বেশি সুবিধা পেয়েছেনির্বাচনের পর জোটগত কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি শরিক দলগুলোকেহয়নি আওয়ামী লীগের সঙ্গে কোনো বৈঠকও
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি তাদের পুরনো ২০দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট বা নতুন জোট গঠন করে রাজপথে নামলে আওয়ামী লীগও আবার ১৪দলীয় জোট বা মহাজোট সক্রিয় করবেবিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলন দানা বেঁধে উঠতে দেখলে ১৪ দলের তৎপরতা দৃশ্যমান করবে আওয়ামী লীগএ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ১৪ দলের রাজনীতি নিয়ে কোনো বিরোধ নেইকিন্তু গত নির্বাচন নিয়ে প্রশ্ন আছেআবার এই সময় সাম্প্রদায়িক শক্তিগুলোর যে উত্থান ঘটছে, সেটাকে গুরুত্ব না দিয়ে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছেবাস্তবেই তারা (আওয়ামী লীগ) ১৪ দলকে রাখতে চায় কিনা, সে ধরনের কোনো উদ্যোগ এলে আমরা চিন্তা করবোবৈঠকের বিষয়ে কিছু বলা হয়নি, বললে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবএকইসুরে কথা বলেছেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেনতিনি বলেন, ১৪ দলীয় জোট হচ্ছে একটি আদর্শিক জোটআমাদের ঐক্য নিয়ে কোনো সমস্যা নেইসকল ষড়যন্ত্র প্রতিহতের মাধ্যমে সর্বদায় আমরা  জোটগতভাবে মাঠে থাকবো
এ বিষয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় দিক নির্দেশনা জোটের রাজনীতিকে চাঙ্গা করে তুলবে এটাই আমাদের প্রত্যাশানেত্রী বৈঠকের কথা বলেছেন খুব বেশি দিন হয়নিআমরা ধৈর্য ধরে অপেক্ষা করছিএ বিষয়ে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান বলেন, ১৪ দল যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে সেটাই জরুরি বিষয়১৪ দলের এখনকার অবস্থান প্রত্যাশিত নাসাম্প্রদায়িক গোষ্ঠীগুলো শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেতাদের তৎপরতা মোকাবিলায় সরকারের দৃঢ় পদক্ষেপ নেইঅতীতে বৈঠকে আওয়ামী লীগ একতরফা যে সিদ্ধান্ত দিয়েছে সেভাবে চলেছেআগামীতে এটা হলে তো সমস্যার সমাধান হবে নাজোটের মুখপাত্র, সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, জোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নিজোট আছে, থাকবেনেত্রী সময় দিলেই আমরা শরিকদের সঙ্গে বৈঠকে বসব
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স