ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
৫ মার্চ বাসস কার্যালয়ের সামনে ডিইউজে’র বিক্ষোভ

সাংবাদিকদের বেতনভাতা পরিশোধের দাবি

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১১:৩৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১১:৩৭:৩১ পূর্বাহ্ন
সাংবাদিকদের বেতনভাতা পরিশোধের দাবি
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে বিরাজমান সমস্যা নিরসন ও রমজানের পূর্বেই চলতি মাসসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিউজে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র জাতীয় প্রেস ক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম।
সভায় বলা হয়, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের অস্বচ্ছল সাংবাদিকরা নানাবিধ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তাই আসন্ন পবিত্র রমজান মাসের শুরুতেই চলতি মাসের বেতনসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে সকল গণমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। নির্বাহী পরিষদের সভায় বাসস-এর এমডিকে ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তিনি একদিকে পতিত হাসিনা সরকারের আমলে বাসসে সংঘটিত অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্মের বৈধতা দিচ্ছেন অন্যদিকে যারা বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের হেনস্তা করে নিজস্ব বলয় তৈরি করছেন।
সভায় বলা হয়, বিগত জানুয়ারি মাসের ২৮ তারিখে বাসস ইউনিটের একটি সভা ও ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতির ঘোষণায় এমডি মাহবুব মোর্শেদ যে চিঠি ইস্যু করেছেন তা চরম দৃষ্টতা ছাড়া কিছুই নয়। ডিইউজে-কে পরোক্ষভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সংস্থায় দেয়া চিঠির ব্যাপারে ক্ষমা ও দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার না করায় আগামী ৫ মার্চ বেলা ১১ টায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নয়া হয়। সভায় বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বাসস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহাবুব মোর্শেদের ডিইউজের ঐতিহ্য, সুনাম ও মর্যাদাহানিকর কর্মকাণ্ড অব্যাহত থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া বর্তমান সরকারের আমলে বাসসে বিগত ফ্যাসিবাদী আমলের অনিয়ম-দুর্নীতি-লুঠপাটের তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ