ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘মার্চ ফর ডিগনিটি’ কর্মসূচি

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৫:০০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৫:০০:৩৬ অপরাহ্ন
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘মার্চ ফর ডিগনিটি’ কর্মসূচি
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায় না করে ১২তম গ্রেডের সুপারিশের প্রতিবাদে এবং দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত ‘মার্চ ফর ডিগনিটি’ কর্মসূচি পালন করেন। গতকাল বুধবার সহকারী শিক্ষকরা রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে অধিদফরের প্রধান ফটকের সামনে হাজারও সহকারী শিক্ষককে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, ‘দশম গ্রেড দিতে হবে, দিয়ে দাও’, ‘প্রতারণার ১২তম গ্রেড মানি না মানবো না’, ‘১২ নিয়ে খেলিস না, ক্লাস কিন্তু হবে না’, ‘শিক্ষক কেন তৃতীয় শ্রেণি, জবাব চাই, জবাব চাই’ স্লোগান দিতে দেখা গেছে। আন্দোলনের নেতৃত্বে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান জানান, আমরা দীর্ঘদিন ধরে দশম গ্রেডের দাবি জানিয়ে আসছি। এর আগেও আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছিলাম। সেদিন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হয়েছিল। পরে শিক্ষকদের প্রতিনিধিদের ডেকে নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। আন্দোলনে থাকা শিক্ষক খাইরুননাহার লিপি বলেন, ‘গত ৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আমাদের আশ্বস্ত করেছিলেন যে, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিটি বাস্তবায়নে তারা নিজের কাঁধে নিয়েছেন। সে কারণে আমরা ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর ডিগনিটি’ কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু সরকার আশ্বাস দেওয়ার পরও সম্প্রতি প্রাথমিক শিক্ষা সংস্কারে গঠিত পরামর্শক কমিটি ১২তম গ্রেডের সুপারিশ করেছে। আমরা সেটাও প্রত্যাখ্যান করেছি। আমাদের একমাত্র দাবি হলো দশম গ্রেড বাস্তবায়ন। এ দাবি পূরণ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে। সহকারী প্রধান শিক্ষক পদ প্রয়োজন নেই। শতভাগ পদোন্নতি চাই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স