চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশই। তবুও পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মাহমুদউল্লাহ রিয়াদকে সমালোচনা করার সুযোগ হাতছাড়া করলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাজে পারফরম্যান্সের জন্য রিয়াদকে কঠোরভাবে সমালোচনা করেছেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না রিয়াদ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পান। উক্ত ম্যাচে রিয়াদ ১৪ বলে মাত্র ৪ রান করে আউট হন। মাইকেল ব্রেসওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে উইল ও’রউকের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফিল্ডিংয়েও তিনি হতাশ করেন, সহজ ক্যাচ ফেলে দেন রাচিন রবীন্দ্রের, যা নিউজিল্যান্ডের ইনিংসকে আরও শক্তিশালী করে তোলে। যদিও পরে তিনি টম ল্যাথামকে রান আউট করেন, তবু তার সামগ্রিক পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেন ওয়াসিম। রিয়াদের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন এই পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার। রিয়াদকে নিয়ে ওয়াসিম মন্তব্য করেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে মনে হচ্ছে তিনি যেন ছুটি কাটাতে এসেছেন। তার ব্যাটিং হচ্ছে না, বোলিংও না।’ তিনি আরো বলেন যে বাংলাদেশ দলকে এখন তরুণদের ওপর আস্থা রাখতে হবে। মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে ধীরে ধীরে সাদা বলের ক্রিকেটে সরে আসা উচিত।’ ওয়াসিমের মতে, আধুনিক হোয়াইট বল ক্রিকেটে ‘ভয়ডরহীন’ মানসিকতা জরুরি এবং বাংলাদেশকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনই তরুণদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি শিক্ষণীয় পর্যায়। তারা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো ৩৯ ও ৩৭ বছর বয়সী খেলোয়াড়দের দলে এনেছে। সাদা বলের ক্রিকেটের জন্য তরুণ খেলোয়াড়দের প্রস্তুত করা উচিত এবং যদি প্রবীণরা লাল বলের ক্রিকেট খেলতে চান, তাহলে তারা তা করতে পারে। সাদা বলের ক্রিকেট সাহসিকতার খেলা। বাংলাদেশকে এখন এই বিষয়টি ভাবতে হবে এবং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল গড়ে তুলতে হবে।’

মাহমুদউল্লাহর কড়া সমালোচনা করলেন ওয়াসিম আকরাম
- আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৯:৫৯:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৯:৫৯:৫৯ অপরাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ