দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে গেছে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ তাই আনুষ্ঠানিকতাই কেবল। বাংলাদেশ এই ম্যাচ খেলে ফিরে আসবে দেশে। পাকিস্তানিদের থেকে যেতে হবে নিজ দেশেই, দর্শকের আসনে বসে দেখবে সেমিফাইনাল-ফাইনাল। তবে তার আগে অস্তিত্ব আর মর্যাদা রক্ষার লড়াই বলা যেতে পারে আজকের ম্যাচটিকে। যে দল হারবে, তারাই ‘এ’ গ্রুপের একমাত্র দল হিসেবে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নেবে। সেই মর্যাদা রক্ষার লড়াইয়ে পাকিস্তান এক চুল ছাড় দিতে নারাজ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ আকিব জাভেদ জানালেন, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও এই ম্যাচকে আগের দুই ম্যাচের মতোই সমান মর্যাদা দিয়ে দেখছেন তারা। তিনি বলেন, ‘এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। শীর্ষ ৮টি দল খেলছে। আগের যেকোনো ম্যাচের মতোই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। কাল খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা কঠোর পরিশ্রম করে কালকের জন্য প্রস্তুত হবো।’ ব্যর্থতার বৃত্তে থাকায় পাকিস্তানকে অবশ্য অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। আকিব মনে করিয়ে দিয়েছেন, মাঠের কাজটা যে সহজ নয়। তিনি বলেন, ‘বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই সবসময় মনোযোগ রাখি। প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে। ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সোজা না। শূন্য থেকে শুরু করতে হয়।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
