চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই দশা বাংলাদেশ ও আয়োজক পাকিস্তানের। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে মাত্র পাঁচ দিন টুর্নামেন্টে টিকেছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, ২৯ বছর পর ঘরের মাঠে ফেরা আইসিসির ইভেন্টে পাকিস্তান ইতোমধ্যে দর্শকের ভূমিকায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত নিয়মরক্ষার ম্যাচে আজ বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হবে। ব্যর্থতার টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে রাঙাতে চাইবে দুই দলই। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। যদিও এরই মধ্যে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ওয়েদার রিপোর্ট বলছে, এদিন রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের বেশি। বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টির জোর শঙ্কা রয়েছে। ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ওভার কমতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
- আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৯:৫৮:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৯:৫৮:১৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ