ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা, তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৩:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৩:৩২:৩৯ অপরাহ্ন
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা, তদন্ত কমিটি গঠন
আগুনের ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে জারি করা পৃথক নির্দেশনায় এসব সিদ্ধান্তের কথা জানায় জেলা প্রশাসন। এর আগে সোমবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ৩২ রিসোর্টসহ পুড়েছে শতাধিক দোকান, রেস্টুরেন্ট ও বাড়িঘর। এতে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে পর্যটন কেন্দ্রের। সেখানে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে। খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়রা বলছে, আগুনে পুড়েছে ৩২ রিসোর্টসহ ৯৪টি স্থাপনা। তবে জেলা প্রশাসনের মিডিয়া সেলের ইমতিয়াজ ইয়াসিনের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ১২০টি স্থাপনা পুড়ে গেছে। রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে ২৫ ফেব্রুয়ারি হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হলো। পৃথক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে সংঘঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনসহ এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে করণীয় সুপারিশ পেশ করতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, সাজেকের দায়িত্বপ্রাপ্ত দীঘিনালা উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, এদিন তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভাতে যান। সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল আমিন জানিয়েছেন, তাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ওইদিন রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আটকে পড়া পর্যটকদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ