
পিরোজপুরে আগুনে পুড়েছে ৪০ দোকান


স্বরূপকাঠী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০টির বেশি দোকান ভস্মীভূত হয়েছে। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এবং গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এসব ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার পাঁচপাড়া বাজারে মুদি, স্বর্ণ ও বইসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ দোকানঘরগুলোতে আগুন দিয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময়মতো সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। অন্যদিকে, সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত উপ-পরিচালকের দায়িত্বে থাকা যুগল বিশ্বাস জানান, পিরোজপুর, কাউখালি, নেছারাবাদ, বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে নেছারাদের আগুন নিয়ন্ত্রণে আনেন। পিরোজপুর সদরের পাঁচপাড়ায় আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নেছারাবাদের আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। নেছারাবাদের ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ