
অপারেশন ডেভিল হান্টে ৬৩৯ জন গ্রেফতার
- আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৩:০৮:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৩:০৮:৪৯ অপরাহ্ন


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে গত সোমবার বিকেল পর্যন্ত ১৮ দিনে এ নিয়ে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হলো ডেভিল হান্ট অপারেশনে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯৯৯ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৩৮ জনকে। ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্র পুরাতন বিদেশি পিস্তল একটি, এলজি একটি, পিস্তলের ম্যাগাজিন একটি, শর্টগানের শীসা কার্তুজ একটি, ধারালো চাপাতি একটি, ধারালো বটি একটি এবং দুটি ছোরা উদ্ধার হয় বলে জানান এআইজি ইনামুল হক সাগর।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ