ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
তিন মাস ধরে বন্ধ ইয়াংগুন টেকনাফ সীমান্ত বাণিজ্য ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১ ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় নিহত ২০: জেলেনস্কি মিয়ানমারে ফের ভূমিকম্প ইসরায়েলি বাহিনীকে ‘কাপুরুষ ও দুঃখবাদী’ বললেন নরওয়ের চিকিৎসক ইরানের সঙ্গে আলোচনার পর হোয়াইট হাউসে ‘নরম সুর’ জাপানের সমুদ্রতলে মিললো ১২ হাজার বছরের প্রাচীন সভ্যতা ইরানে ৮ পাকিস্তানিকে গুলি করে হত্যা তিন বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি ইকুয়েডরে প্রেসিডেন্ট পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ রোনালদোর অবিশ্বাস্য গোলে জয় পেলো আল নাসর ক্রিস্টাল প্যালেসের সাথে সিটির বড়ো জয় লেগানেসের সাথে জয় পেলো বার্সা ম্যাক্সওয়েলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে মুখ খুললেন হেড পাহাড়সম রান টপকে হায়দরাবাদের জয় বিব্রতকর রেকর্ডের সম্মুখীন বাবর ফিলিস্তিনি শিশুদের সহায়তা করবে মুলতান সুলতানস এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তাওহীদ হৃদয় বুড়িগঙ্গা যেন ঢাকার ডাস্টবিন রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ

মৃত ব্যক্তির এনআইডি সংশোধন করবেন মহাপরিচালক

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৩:০৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৩:০৭:৫৬ অপরাহ্ন
মৃত ব্যক্তির এনআইডি সংশোধন করবেন মহাপরিচালক
কেউ মারা গেলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষমতা পেলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। আগে এই ক্ষমতা পেত পাঁচ সদস্যের কমিশন। গতকাল মঙ্গলবার এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। এতে উল্লেখ করা হয়, বিগত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনসমূহ নথি উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক নিষ্পত্তি করা হতো। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) অনুসরণীয় নির্দেশাবলী ক্রমিক ৮ এ বর্ণিত রয়েছে। বর্তমান নির্বাচন কমিশন কর্তৃক মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষমতা মহাপরিচালক, এনআইডি উইংকে ক্ষমতা দিয়েছে। নির্দেশানুসারে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন এনআইডি মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করবেন। এক্ষেত্রে এসওপি পরবর্তীতে সংশোধন করা হবে। অফিস আদেশটি সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগে কোনো মৃত ব্যক্তির আবেদন উপজেলায় দাখিল হলে তা জেলা ও পরবর্তীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হয়ে কমিশনের কাছে আসতো। এখন থেকে এনআইডি মহাপরিচালকের কাছে আসবে। এতে আবেদন নিষ্পত্তির সময় কমে আসবে। এনআইডি মহাপরিচালক নিজেই শুনানি করে যথাযথ সিদ্ধান্ত দেবেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স