ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

আরবে জনশক্তি রফতানিতে বিপর্যয়ের শঙ্কা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৪:৫১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৪:৫১:০১ অপরাহ্ন
আরবে জনশক্তি রফতানিতে বিপর্যয়ের শঙ্কা
* সৌদি আরবে কর্মী নিয়োগে নতুন নতুন শর্তারোপ করায় এই আশঙ্কা দেখা দিয়েছে। * গত ১৯ ফেব্রুয়ারি সৌদি কর্মী নিয়োগের চাহিদাপত্র যাচাই ও সত্যায়ন সংক্রান্ত নতুন নতুন শর্তারোপ করে এক পরিপত্র জারি করা হয়। * এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তা’ দ্রুত প্রত্যাহার করে পূর্বের ন্যায় সত্যায়ন ছাড়াই সৌদি বর্হিগমন চালু রাখার দাবি জানান বায়রা। বাংলাদেশের সর্ব বৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের সৌদি আরবে জনশক্তি রফতানিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের সুরক্ষা, সৃশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসনের নামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৌদি আরবে কর্মী নিয়োগে নতুন নতুন শর্তারোপ করায় এই আশঙ্কা দেখা দিয়েছে। এনিয়ে রিক্রুটিং মালিকদের মাঝে আসন্তোষ দেখা দিয়েছে। রোববার বায়রার সাবেক নেতৃবৃন্দের ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের পিএস সরওয়ার আলমের সাথে এক বৈঠকে সৌদি গমনেচ্ছু কর্মীদের বর্হিগমনের নতুন নতুন শর্তারোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তা’ দ্রুত প্রত্যাহার করে পূর্বের ন্যায় সত্যায়ন ছাড়াই সৌদি বর্হিগমন চালু রাখার জোর দাবি জানান। অন্যথায় সৌদিতে জনশক্তি রফতানি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলেও বায়রা নেতৃবৃন্দ উল্লেখ করেন। তারা সৌদির শ্রমবাজারের ওপর অনাকাঙ্খিত নতুন নতুন শর্তারোপ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। অন্যথায় বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক, আরবে গমনেচ্ছু কর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৈঠকে বায়রার সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম, সাবেক নেতা মো. মোজাম্মেল হক, হক জহিরুল জু, ফজলুল মতিন তৌহিদ, আব্দুল মতিন, মজিবুর রহমান, আজাদুর রহমান ও মাহবুবুল কমির জাফর। গত ১৯ ফেব্রুয়ারি সৌদি কর্মী নিয়োগের চাহিদাপত্র যাচাই ও সত্যায়ন সংক্রান্ত নতুন নতুন শর্তারোপ করে এক পরিপত্র জারি করা হয়। আগামী ১ মার্চ থেকে এ পরিপত্র কার্যকরী করা হবে। অতিস্বল্প সময়ে সৌদি আরবে নিয়োগকর্তাদের কাছ থেকে ই—ডিমান্ড সিষ্টেমে রেজিষ্ট্রেশনসহ নতুন নতুন শর্তাবলী সম্পন্ন করে কর্মীর বর্হিগমন ছাড়পত্র ইস্যুর ফাইল বিএমইটিতে জমাদান কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়বে। ফলে সৌদিতে জনশক্তি রফতানি কার্যক্রম বিপর্যয়ের সম্মুখীন হবে। বাংলাদেশের রেমিট্যান্সযোদ্ধাদের বড় অংশই মধ্যপ্রাচ্যনির্ভর। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই জনশক্তির সিংহভাগ যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সেখানে লাখো কর্মী কাজ করছেন নির্মাণ, গৃহস্থালি ও সেবা খাতে। ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার সরকার পতনের পর জনশক্তি রফতানিতে একমাত্র সৌদির শ্রমবাজারই ভরসা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় ৫০ লাখ বাংলাদেশি নারী পুরুষ কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। কূটনৈতিক তৎপরতার অভাবে মধ্যপ্রাচ্যের বন্ধকৃত শ্রমবাজারগুলো চালু করা সম্ভব হচ্ছে না। সেখানে সৌদি শ্রমবাজারে অহেতুক নতুন নতুন শর্তারোপ করে কর্মী প্রেরণে অচলাবস্থার সৃষ্টির আশঙ্কা প্রকাশ করছেন অভিজ্ঞ মহল। ২০১৮ সালে বন্ধ হয় বাহরাইনের শ্রমবাজার। অঘোষিতভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাতও। এছাড়া ২০২৩ সালে বন্ধ হয়ে যায় ওমানের শ্রমবাজার, বর্তমানে শুধু পেশাজীবী লোক নিচ্ছে দেশটি। নতুন বছরের প্রথম মাসে জানুয়ারিতে ২১৯ কোটি (২ দশমিক ১৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় পৌনে ২৭ হাজার (২৬ হাজার ৭১৮) কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা। মাসের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো ছিল। এ কারণে সদ্য বিদায়ী মাস জানুয়ারিতেও দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স বা প্রবাসীয় আয়। এর মাধ্যমে চলতি (২০২৪—২৫) অর্থবছরের আগস্ট মাস থেকে টানা ছয় মাস দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও কুয়েতে নিয়মিতভাবে জনশক্তি রফতানি হচ্ছে। বিএমইটির সূত্র জানায়, গত ১ জানুয়ারি থেকে গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দেশে ১ লাখ ৬ হাজার ৮১৩ জন নারী পুরুষ চাকরি লাভ করেছে। এ সংখ্যার প্রায় ৮০ শতাংশই সৌদি আরবে চাকরি লাভ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার চালু করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চরমভাবে ব্যর্থ। এদিকে, সৌদিসহ যেসব দেশে প্রচুর কর্মী যাচ্ছে চাকরির নিশ্চয়তার নামে সত্যায়ন প্রথা চালু করে ফ্যাসিস্ট পতিত হাসিনার দোসররা নানামুখী চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। ভিসা সত্যায়নের নামে নতুন নতুন নিয়ম চালু করার কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের ভয়বহ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ কনস্যুলেটে ঘুষ ছাড়া কর্মীর ভিসায় সত্যায়ন মিলছে না বলেও অভিযোগ উঠছে। জনশক্তি রফতানির সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র এতথ্য জানিয়েছে। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ফ্যাসিস্ট হাসিনার দোসর প্রবাসী সচিব রুহুল আমিন সৌদির একক ভিসায় দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করেছেন। এতে জনশক্তি রফতানিতে যাতে ভাটার টানা শুরু হয়েছে। হাজার হাজার সৌদি আরবে কর্মীর বর্হিগমন ছাড়পত্র ইস্যু জটিলতার সম্মুখীন হচ্ছে। অনেকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ৩০ / ৩৫ হাজার টাকা বকশিস দিয়ে বর্হিগমন ছাড়পত্র ছাড়াই সৌদি চলে যাচ্ছে। এসব কর্মী বিদেশে গিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক রিক্রুটিং এজেন্সির মালিক এ তথ্য জানান। সৌদি নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে কর্মীর ভিসায় সত্যায়ন নিতে অনীহা প্রকাশ করছেন। এতে সৌদির শ্রমবাজার হাত ছাড়া হবার আশঙ্কা দেখা দিচ্ছে। সৌদি গমনেচ্ছু কর্মীদের ভিসা সত্যায়নের নামে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেটে চরম হয়রানির অভিযোগ উঠেছে। একক ভিসাসহ সকল ভিসায় সত্যায়নের জন্য জনপ্রতি ৫শ’ থেকে এক হাজার সৌদি রিয়াল গুনতে হচ্ছে বলে গুজব রয়েছে। সত্যায়নের জন্য এসব বকশিস (ঘুষ) না দিলে সত্যায়নের ফাইল দূতাবাসে চাপা পড়ে থাকে। কর্মরত বাংলাদেশি কর্মীরা নানা সমস্যার সম্মুখীন হয়ে প্রতিদিন দেশটির রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ধরনা দিচ্ছেন। কিন্ত চরম দুর্ব্যবহারের শত শত ভুক্তভোগী কর্মী সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে নানা সমস্যার সম্মুখীন হয়ে কর্মীরা দূরদুরান্ত থেকে দূতাবাসে গিয়ে সেবা বঞ্চিত হয়ে নিরাশ মনে কর্মস্থলে ফিরে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে সৌদি থেকে একাধিক ভুক্তভোগী এ তথ্য জানিয়েছে। কাজের নিশ্চয়তার জন্যই ভিসা সত্যায়ন চালু করা হয়েছে বলে দূতাবাস সূত্র জানায়। অনলাইনে ভিসা সত্যায়ন দেয়া হচ্ছে। ভিসা সত্যায়নের অহেতুক নিয়ম চালু হওয়ায় নানা জটিলতার দরুণ অনেকে এয়ারপোর্ট কন্টাক্টে সউদী চলে যাচ্ছে। বায়রার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী সৌদিগামী কর্মীদের একক ভিসায় দূতাবাসের সত্যায়ন, নিয়োগকর্তার ই—ডিমান্ড রেজিষ্ট্রশন এবং সৌদি চেম্বার অব কর্মাসের সত্যায়ন বাধ্যতামূলক করায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোববার বলেন, ভ্রাতৃ—প্রতীম সৌদি—বাংলাদেশের সম্পর্ক অত্যান্ত চমৎকার। তিনি বলেন, সৌদি বর্হিগমন ছাড়পত্র ইস্যুতে এসব নতুন নতুন জটিল শর্তাবলীর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে কী না তা খতিয়ে দেখতে হবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য নতুন নতুন শর্তবালীর পরিপত্র জারি করেছে তা ভেবে দেখতে হবে। তিনি বলেন, সৌদিগামী একক ভিসায় দূতাবাসের সত্যায়ন স্বাধীনতার পর কোনো দিন চালুর প্রয়োজন হয়নি। ২৪টি গ্রুপ ভিসার উপরের সংখ্যার পূর্বের নিয়মে সত্যায়ন চালু রাখতে হবে। বায়রার সাবেক নেতা মোহাম্মদ আলী বলেন, সৌদির একক ভিসায় দূতাবাসের অহেতুক সত্যায়নের তুঘলকি কাণ্ড শুধু ঘুষ বাণিজ্যের লক্ষ্যেই চালু করা হয়েছে। তিনি বলেন, দূতাবাসের সত্যায়ন কোনো চাকরির নিশ্চয়তা দেয় না। বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা সেবাপ্রত্যাশী প্রবাসীদের কোনো সহযোগিতাই করতে চায় না। প্রবাসী কর্মীদের সাথে দূতাবাসের কর্মকর্তারা সর্বদাই বিমাতাসূলভ আচরণ করছে। জনশক্তি রফতানিকারক মোহাম্মদ আলী বলেন, যুগ যুগ ধরে একক ভিসায় সত্যায়ন ছাড়াই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি গিয়ে প্রতি বছর রেমিট্যান্সের সিংহভাগই দেশে পাঠাচ্ছেন। তিনি বলেন, ভিসা সত্যায়নের নামে ফ্যাসিস্ট পতিত হাসিনার দোসরা নতুন ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে চায় বাংলাদেশকে। ভিসা সত্যায়নের বেড়াজালে পড়ে জনশক্তি রফতানিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। ইতিমধ্যেই হাজার হাজার সৌদি গমনেচ্ছু কর্মী ভিসা সত্যায়নের জটিলতায় পড়ে চরম হয়রানির সম্মুখীন হচ্ছে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সি ও সৌদি নিয়োগকর্তাদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তিনি জনশক্তি রফতানির স্বার্থে ভিসা সত্যায়নের কালো আইন প্রত্যাহারে জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আশু হস্তক্ষেপ কামান করেন। বায়রার সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক দুঃখের সাথে বলেন দীর্ঘ দিন চলমান প্রক্রিয়ায় সহজ ভাবে বিএমইটি ক্লিয়ারেন্স হচ্ছিল একক ফাইলে ১ — ২৪ জন কর্মীর বিএমইটি ক্লিয়ারেন্স পেতে কোন সমস্যা হয় নাই দুতাবাস কতৃক এটেস্টেশন ও মন্ত্রনালয় হতে নিয়োগ অনুমতির প্রয়োজন হয় নাই হঠাৎ করে মন্ত্রনালয় হতে নিয়োগ অনুমতিসহ আরো বিবিধ বিষয় বিএমইটি কে দায়িত্ব দেয়া হয় এবং সাথে প্রজ্ঞাপন জারি করেদেন ১ এর অধিক ভিসা হলে সৌদি আরবে দুতাবাসের অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় হতে নিয়োগ অনুমতি নিতে হবে বাধ্যতামুলক করা হয়। যার পরিপ্রেক্ষিতে হাজার হাজার ভিসা হওয়া কর্মীর বিএমইটি ক্লিয়ারেন্স দেয়া বন্ধ করে দিয়ে জটিলতার সৃষ্টি করেন। পরপর কয়েক বার ৫/৭ দিন করে সময় বাড়ান আবার বন্ধ করে দেন যার কারণে আরব শ্রম বাজার ধংসের মুখে আজ। তিনি অবিলম্বে আরব শ্রমবাজারের ওপর নতুন নতুন শর্তাবলী প্রত্যাহার করে পূর্বের ন্যায় বর্হিগমন ছাড়পত্র চালু রাখার আহ্বান জানান। পূরবী ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির স্বত্ত্বাধিকরী মোহাম্মদ মহিউদ্দিন ও আল আকাবা এসোসিয়েটের ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস সৌদিতে কর্মী নিয়োগে নতুন নতুন শতারোপে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রবাসী উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে ১২ দফা প্রস্তাবনা পেশ করেছেন। প্রস্তাবে তারা জনশক্তি রফতানির খাতকে সচল রাখতে এবং রেমিট্যান্সের আয় বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন শতারোপের জারিকৃত পরিপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছে ১২ দফার প্রস্তাব বাস্তবায়নের অনুরোধ জানান।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স