ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

২৯ মিলিয়ন ডলার বিষয়ে তুলে ধরার আহ্বান সিপিবির

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০১:১০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:২১:৫৯ অপরাহ্ন
২৯ মিলিয়ন ডলার বিষয়ে তুলে ধরার আহ্বান সিপিবির
‘২৯ মিলিয়ন ডলার’ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সোমবার সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ বিশেষত সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপের খবর নানাভাবেই প্রকাশিত হয়ে থাকে। এসবের সঙ্গে জড়িত দেশি—বিদেশি চক্র বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাদের অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখে। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এরা পৃথিবীর বিভিন্ন দেশে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এসব কথা নানাভাবে আলোচিত হয়। স¤প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ‘বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে’ বিগত দিনে ২৯ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে। কারা এ টাকা নিয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট না করলেও সুনির্দিষ্টভাবে অখ্যাত দুটি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, এসব বিষয়ে আলোচনায় অনেক সময় পেরিয়ে গেলেও বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নীরবতা পালন করছে, যা মোটেই কাম্য নয়। নেতারা আরও বলেন, বাংলাদেশে কারা এ টাকা পেয়েছে এবং কীভাবে খরচ করেছে, দেশের রাজনীতিতে বা অন্যান্য ক্ষেত্রে তারা কীভাবে ‘হস্তক্ষেপ’ করেছে— এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেশবাসী জানতে চায়। নেতারা অন্তর্বর্তী সরকারকে এ বিষয়টি স্বচ্ছতার সঙ্গে দেশবাসীর কাছে তুলে ধরতে এবং দেশের অভ্যন্তরে, যেকোনো বিদেশি শক্তি, সাম্রাজ্যবাদী শক্তির অপতৎপরতা বন্ধে দৃঢ় ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ