ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

শুধু পদত্যাগ আমার জানাজা দাফনও হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০১:০৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:০৪:৩৮ অপরাহ্ন
শুধু পদত্যাগ আমার জানাজা দাফনও হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
আপনারা আজকে রাতেই দেখবেন, আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিজ অনেক বেড়ে গিয়েছে, বলেন তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলেই মনে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে। তার ভাষায়, স্বাধীনতার গত ৫৩ বছরে কোনো সংবাদমাধ্যম লেখেনি যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো অবস্থায় রয়েছে। আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফেক্টরি। তবে আরো উন্নতি করার সুযোগ রয়েছে। গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এক সাংবাদিক প্রশ্ন রাখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে কেন? উত্তরে জাহাঙ্গীর বলেন, আপনি তো বলছেন শুধু পদত্যাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি নেওয়ার পর আমার তো জানাজাও হয়েছে, দাফনও হয়ে গিয়েছে। জীবিত থাকা অবস্থায় আমি জানাজার সওয়াব পেয়েছি। সভার আলোচ্য বিষয় তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আগের দিন হলে হয়ত বনশ্রীর ঘটনা জানতে জানতে দুদিন সময় লাগত। তবে এখন এটা সাথে সাথে জেনে যায় সবাই। এজন্য আমরা ভাবতেছি, বুঝি আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব বড় ধরনের একটা ইয়ে হয়ে গিয়েছে। এই ধরনের ছোটখাট ঘটনা আগেও ঘটেছে, এখনো দু—একদিন আগে ঘটেছে। ভবিষ্যতে এ সমস্ত ঘটনা যেন না ঘটে, সেজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা চাই না যে এ ধরনের একটা ঘটনাও ঘটুক। আইনশৃঙ্খলা বাহিনীকে কী নির্দেশনা দেওয়া হয়েছে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা আজকে রাতেই দেখবেন, তাদের অ্যাক্টিভিটিজ অনেক বেড়ে গিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে রাত ৩টায় কেন স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন করার প্রয়োজন পড়ল? উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের নিয়মে হলে কিন্তু এত রাত্রে আপনাদের কাউকে খুঁজেও পাওয়া যেত না। এখন কিন্তু আধা ঘণ্টার মধ্যেই আপনারা সবাই এসেছেন। যেহেতু আমরা জানি, দিন ও রাত্রে আপনারা সবাই কাজ করে যাচ্ছেন এবং আমিও এটা বোঝানোর জন্য যে— আমরাও দিন ও রাত্রে সমান তালে কাজ করে যাচ্ছি; যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনেই কাজ করেন না— প্রয়োজন হলে রাত্রেও ব্রিফ করেন। পুলিশ কী আসলেই সক্রিয় হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যে অবস্থায় পেয়েছিলাম, তার চেয়ে ভাল হয়েছে কি না— সেটা আপনারাই বলেন। তবে আরও অ্যাকটিভ হওয়ার সুযোগ রয়েছে। সা¤প্রতিক কয়েকটি ঘটনা অপারেশন ডেভিল হান্টকে প্রশ্নবিদ্ধ করেছে কি না? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহাঙ্গীর আলম বলেন, অপারেশন ডেভিল হান্ট করাই তো হয়েছে— যেন এই ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনাটা (বাসে ডাকাতি) ঘটেছে, দেখেন পরপরই কিন্তু আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করেছেন, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়েছি। তাদের আমরা সাসপেন্ড করে দিয়েছি, অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও ক্লোজ করে নিয়ে আসছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য