ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া- তারেক রহমান

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:২০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:২০:৫৪ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া- তারেক রহমান
যশোর প্রতিনিধি
বর্তমানে দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই হচ্ছে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি সেই কাজটা এই অন্তর্র্বতীকালীন সরকার মনোযোগ সহকারে এবং যত দ্রুত সম্ভব করবে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে যশোর জেলা বিএনপির কমিটি নির্বাচন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা আজ সংস্কারের কথা বলছেন তাদের সঙ্গে বিএনপির পার্থক্য রয়েছে। স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল, তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা উপস্থাপন করেছে।

তিনি বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বিএনপি বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আজ আমরা অনেকের কাছে বড় বড় সুন্দর কথা শুনতে পাচ্ছি। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেই সময় এই সব ব্যক্তির কাছ থেকে আমরা সংস্কারের কোনো কথা শুনতে পারিনি।
তিনি বলেন, আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে, অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে। হ্যাঁ সেটি হয়ত প্রয়োজন। আমরা শুনতে পাই আমাদেরকে রাজনীতির বিভিন্ন গুণগত পরিবর্তন করতে হবে। অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে। রাজনীতির যে গুণগত পরিবর্তন আনার দরকার সেটির উদ্যোগ বিএনপি গ্রহণ করেছে।
তারেক বলেন, একটি পরিবারের সব সদস্য যেমন এক রকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়ত বিভ্রান্ত হয়ে এমন কোনো কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
সেই জন্য আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে সেই সব নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।
এ সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান।
জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, নির্বাহী কমিটির সদস্য মফিকুল ইসলাম তৃপ্তি, টিএস আইয়ুবসহ আরও অনেকেই।
এ অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়।
জেলা বিএনপির কমিটি নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ২টায় শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য