ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ কলাপাড়ায় ৬ জেলে নিয়ে আবারও ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৯ জেলের সন্ধান মিলেনি ভূরুঙ্গামারীতে মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৪০ লাখ টাকার সম্পদ আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কেবল পরিচালন ব্যবস্থায়- ঢাবি উপাচার্য ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু তিনজনই ঢাকায় মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার জড়িত বিমানের কর্মচারীরাও গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা
ঝিনাইদহে গুলিতে নিহত ৩

দুই দশকে আরও ৮ খুন দায় স্বীকার নিয়ে ধোঁয়াশা পরিস্থিতি থমথমে

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:১৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:১৮:০৯ পূর্বাহ্ন
দুই দশকে আরও ৮ খুন দায় স্বীকার নিয়ে ধোঁয়াশা পরিস্থিতি থমথমে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের শেষ প্রান্ত পেরোলে একটি বড় মাঠ। মাঠ পেরোলেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রাম। দুই জেলার এই দুই গ্রামের মধ্যবর্তী প্রায় দুই কিলোমিটারজুড়ে মাঠ। এই মাঠেই শুক্রবার রাতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। তাঁদের দুজনের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়। আরেকজনের বাড়ি কুষ্টিয়া সদরে।
গতকাল শনিবার দুপুরে রামচন্দ্রপুর গ্রামে যেতে বাঁ পাশে বড় একটি খাল দেখা যায়। মাঠের ভেতর দিয়ে সড়ক ভেদ করে ডান দিকে আরেকটি খাল চলে গেছে। মূল সড়ক থেকে ডানে নামতে গভীর ঢাল। অন্তত ১০০ হাত দূরে দুটি স্থানে ঘাসের ওপর ছোপ ছোপ রক্তের দাগ। দুটি স্থানের দূরত্ব ১৫ থেকে ২০ ফুট। সেখান থেকে ২০ হাত দূরে খালের সামান্য পানিতে লাগানো ধানগাছ ভাঙা দেখা যায়। স্থানীয় লোকজন বললেন, একটি লাশ খালের এই পানির মধ্যে পড়ে ছিল।
ঘটনাস্থলে স্থানীয় ১০ থেকে ১২ জনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। সেখানে এক পর্যায়ে পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার কয়েকজন ব্যক্তিও হাজির হন। তাঁরাও স্থানীয়দের সঙ্গে কথা বলতে থাকেন। নাম-ঠিকানা জিজ্ঞেস করলে স্থানীয়দের চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। কেউই নাম প্রকাশ করতে চাইলেন না। কয়েকজন বললেন, শুক্রবার ঠিক ৯টার দিকে তাঁরা মাঠের মধ্যে তিন থেকে চারটি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। তবে কেউই সাহস করে মাঠের দিকে সড়কে যাননি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০০৩ সালের ৫ ডিসেম্বর এই মাঠের খালের ধারে পাঁচজনকে হত্যা করে চরমপন্থীরা। পাঁচ থেকে ছয় বছর আগে দুজনকে হত্যা করা হয়েছিল। আর একজনকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছিল। তাঁর মাথা পড়েছিল অন্য স্থানে। এসব ঘটনার কারণে ওই সড়কে মানুষজন খুবই আতঙ্কে চলাচল করেন। বিকেলের পর নিতান্তই বিপদ ছাড়া কেউ ওই সড়কে যান না।
স্থানীয় এক বাসিন্দা বলেন, মাঠের মধ্যে ওই স্থানটি খুবই ভয়ংকর। দিনের বেলায় চলতেও তারা ভয় পান। স্থানীয় এক কৃষক জানালেন, গত ২২ বছরে ওই এলাকায় অন্তত আটজনকে গুলি ও গলা কেটে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, শুক্রবার রাত আটটার দিকে তিনি পিয়ারপুর বাজারে থাকতে জানতে পারেন, রামচন্দ্রপুর গ্রামে যাওয়ার ওই সড়কে যাওয়া যাচ্ছে না। সেখানে নাকি অস্ত্র নিয়ে লোকজন দাঁড়িয়ে আছে। কাউকে যেতে দিচ্ছে না। এর ঠিক এক ঘণ্টা পর তিনটা গুলির শব্দ শুনতে পাওয়া যায়। রাত হওয়ায় তিনি বাড়িতে চলে যান। কী হয়েছে তা জানতেও চাননি, দেখতেও যাননি।
আরেক ব্যক্তি দাবি করেন, তার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে। তাঁর এক আত্মীয় রাত সাড়ে আটটার দিকে পিয়ারপুর যেতে চেয়েছিলেন। কিন্তু ওই সড়কে মাঠের মধ্যে লোকজন দাঁড়িয়ে ছিল বলে প্রবেশপথেই তাঁকে থামিয়ে দেওয়া হয়েছিল। এ জন্য তিনি আর যাননি।
দায় স্বীকারের বার্তা নিয়ে ধোঁয়াশা
ঘটনার পরপরই ঝিনাইদহে কর্মরত গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, ‘তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কালু জাসদ গণবাহিনী।’ তবে ঘটনার সঙ্গে সঙ্গে এই বার্তা নিয়ে স্থানীয়দের মধ্যে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি ধোঁয়াশাও তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, ঘটনা অন্যদিকে মোড় দিতে হয়তো বার্তা পাঠানো হয়েছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কালুর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পশ্চিম আবদালপুর গ্রামে। তিনি দীর্ঘ দুই যুগ ধরে এলাকায় থাকেন না। চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতা। তাঁর একটা নিজস্ব বাহিনী আছে। দীর্ঘদিন ভারতে আছেন। সম্প্রতি দেশে ফিরেছেন বলেও জনশ্রুতি আছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ