
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন
- আপলোড সময় : ২০-০২-২০২৫ ০২:০৩:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০২-২০২৫ ০২:০৩:০৪ অপরাহ্ন


চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে।
গতকাল বুধবার প্রকাশিত এই সূচি অনুযায়ী ২৬ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে; তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১০ অগাস্টে।
আর ব্যবহারিক পরীক্ষা ১১ অগাস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ২১ অগাস্টে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিন শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে এদিন দুপুরে।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সূচি প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।
২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে।
সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ