ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান আর্সেনালকে আনচেলত্তির হুমকি রিয়ালের সাথে জয় পেলো আর্সেনাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে বড়ো জয় পেলো বাঘিনীরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা-হাসান আলি পারিশ্রমিক বকেয়া ইস্যুেত অনুশীলন বয়কট করলো পারটেক্সের ক্রিকেটারা পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা পেলেন লিটন ও রিশাদ টাইগারদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জেমস প্যামেন্ট নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর বেড়েছে আদানির বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ আমদানির পরিমাণ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৫৫ বিনিয়োগকারী ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে পিএসসিতে পরীক্ষার্থীদের অবস্থান এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি ক্রয়াদেশ স্থগিত করছেন মার্কিন ক্রেতারা নকল ঠেকাতে কঠোর নির্দেশনা মাউশির আবারও ফেসবুক লাইভে এলেন শেখ হাসিনা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা

সুজানগরে মূলকাটা পেঁয়াজের বাজারে আরেক দফা ধস

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ১২:০৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ১২:০৮:৩২ পূর্বাহ্ন
সুজানগরে মূলকাটা পেঁয়াজের বাজারে আরেক দফা ধস
সুজানগর (পাবনা) প্রতিনিধি
উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের মূলকাটা পেঁয়াজের বাজারে আরেক দফা ধস নেমেছে।
এতে পেঁয়াজ চাষীরা হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে পেঁয়াজের বর্তমান বাজারে চাষীদের উৎপাদন খরচের চেয়ে প্রতিমণ পেঁয়াজে ১২ থেকে ১৩শ টাকা লোকসান হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার চরমানিকদীর গ্রামের পেঁয়াজ চাষী আব্দুস সাত্তার বলেন গত ১০/১২দিন আগেও উপজেলার হাটবাজারে প্রতিমণ মূলকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫শ থেকে ১৬শ টাকা দরে। কিন্তু মাত্র ১০/১২ দিনের ব্যবধানে মূলকাটা পেঁয়াজের বাজারে তিন দফা ধস নামায় বর্তমানে উপজেলার অধিকাংশ হাটবাজারে প্রতিমণ মূলকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১১শ থেকে ১২শ টাকা দরে।
উপজেলার গোপালপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন এ বছর ১বিঘা জমিতে মূলকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। আর প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ২হাজার থেকে ২৫শ টাকা। অথচ বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ মূলকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১১শ থেকে ১২শ টাকা দরে। এ হিসাবে উৎপাদন খরচের চেয়ে কৃষকের প্রতিমণ পেঁয়াজে ১২শ থেকে ১৩শ টাকা লোকসান গুণতে হচ্ছে। ফলে এমতাবস্থায় উপজেলার কৃষকেরা মূলকাটা পেঁয়াজ আবাদে আগ্রহ হারাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন হাটবাজারে চাহিদার তুলনায় দেশি পেঁয়াজের সরবরাহ বেশি। সেকারণে মূলকাটা পেঁয়াজের বাজার মন্দা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য