সুজানগর (পাবনা) প্রতিনিধি
উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের মূলকাটা পেঁয়াজের বাজারে আরেক দফা ধস নেমেছে।
এতে পেঁয়াজ চাষীরা হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে পেঁয়াজের বর্তমান বাজারে চাষীদের উৎপাদন খরচের চেয়ে প্রতিমণ পেঁয়াজে ১২ থেকে ১৩শ টাকা লোকসান হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার চরমানিকদীর গ্রামের পেঁয়াজ চাষী আব্দুস সাত্তার বলেন গত ১০/১২দিন আগেও উপজেলার হাটবাজারে প্রতিমণ মূলকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫শ থেকে ১৬শ টাকা দরে। কিন্তু মাত্র ১০/১২ দিনের ব্যবধানে মূলকাটা পেঁয়াজের বাজারে তিন দফা ধস নামায় বর্তমানে উপজেলার অধিকাংশ হাটবাজারে প্রতিমণ মূলকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১১শ থেকে ১২শ টাকা দরে।
উপজেলার গোপালপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন এ বছর ১বিঘা জমিতে মূলকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। আর প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ২হাজার থেকে ২৫শ টাকা। অথচ বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ মূলকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১১শ থেকে ১২শ টাকা দরে। এ হিসাবে উৎপাদন খরচের চেয়ে কৃষকের প্রতিমণ পেঁয়াজে ১২শ থেকে ১৩শ টাকা লোকসান গুণতে হচ্ছে। ফলে এমতাবস্থায় উপজেলার কৃষকেরা মূলকাটা পেঁয়াজ আবাদে আগ্রহ হারাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন হাটবাজারে চাহিদার তুলনায় দেশি পেঁয়াজের সরবরাহ বেশি। সেকারণে মূলকাটা পেঁয়াজের বাজার মন্দা।
