ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

পাকিস্তানকে সেমিতে দেখছেন না কামরান!

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ১০:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ১০:১৯:৩৮ অপরাহ্ন
পাকিস্তানকে সেমিতে দেখছেন না কামরান!
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। শিরোপার লড়াইয়ে নামছে আট দল। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নিজের দেশকেই রাখেননি তিনি। সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেব কামরান আকমল। নিজের দেশকে এই কাতারে রাখেননি তিনি। তার মতে, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই খেলবে এবারের সেমিফাইনাল। সেমিফাইনালিস্ট বেছে নেওয়ার ব্যাপারে কামরান বলেন, ‘আমাদের দল আরো ভাল হতে পারতো। আমি মনে করি, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। অস্ট্রেলিয়ার পাঁচজন খেলোয়াড় চোটে, তাই তাদেরকে রাখিনি।’ পাকিস্তানের স্কোয়াড নিয়ে হতাশ কামরান বলেন, ‘এই ধরনের দল বেছে নেওয়ার পেছনের চিন্তাভাবনা আমার জানা নেই। চেয়ারম্যান খুব বেশি ক্রিকেট খেলেননি; হয়তো তিনি বিষয়গুলো বোঝেন না, তাই তিনি এমন একটি দলের জন্য তার অনুমোদন দিয়েছেন। ভারত স্পষ্টতই ফেভারিট বলে মনে হচ্ছে; তারা ফাইনাল খেলার যোগ্য। কিন্তু পাকিস্তান সম্পর্কে আমি একই কথা বলতে পারি না। যদি তারা সেমিফাইনালে ওঠে, তাহলে আমি এটিকে একটি বড় অর্জন বলে মনে করব।’ নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কামরান। পাকিস্তানের স্কোয়াডে ব্যাটিং-বোলিংয়ে বিভিন্ন সমস্যা দেখছেন তিনি। কামরান আকমল বলেন, ‘আমাদের দলে অনেক সমস্যা রয়েছে। বোলাররা ছন্দে নেই। স্পিনার নেই। ওপেনারদের অবস্থাও তথৈবচ। নির্বাচক ও অধিনায়কদের চিন্তাভাবনা কী, আমার জানা নেই।’ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও কথা বলেছেন কামরান। ক্রিকেট বিশ্বের বহুল প্রতীক্ষিত এই ম্যাচ নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ভারত ও পাকিস্তান অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যা হয়, তা সর্বোচ্চ পর্যায় থেকেই হয়। ২০০৪ এবং ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। ২০০৮ সালের এশিয়া কাপেও ভারত এসেছিল পাকিস্তানে। কিন্তু আমার-আপনার মতো মানুষ দুঃখ পাচ্ছি এই ভেবে যে কোনও দেশই তাদের দেশে গিয়ে খেলছে না। আমরা বহুবার ভারতের মাটিতে গিয়েও খেলেছি। তবে ভারত পাকিস্তানে গিয়ে এবং পাকিস্তান ভারতে গিয়ে খেলুক, এটা স্বপ্নের মতো ব্যাপার।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স