ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচির মাধ্যমে নজীর সৃষ্টি করবে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক-ফখরুল ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান এনবিআরে কাজ শুরু পুরোদমে স্বাভাবিক দফতরের কার্যক্রম বহুজাতিকের শেয়ারও ছাড়ছে বিদেশিরা আজ বিএনপির কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে আশা রিজভীর এনসিপি সততা ও আর্থিক স্বচ্ছতার প্রমাণ দিতে ব্যর্থ-আপ বাংলাদেশ

পাকিস্তানকে সেমিতে দেখছেন না কামরান!

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ১০:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ১০:১৯:৩৮ অপরাহ্ন
পাকিস্তানকে সেমিতে দেখছেন না কামরান!
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। শিরোপার লড়াইয়ে নামছে আট দল। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নিজের দেশকেই রাখেননি তিনি। সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেব কামরান আকমল। নিজের দেশকে এই কাতারে রাখেননি তিনি। তার মতে, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই খেলবে এবারের সেমিফাইনাল। সেমিফাইনালিস্ট বেছে নেওয়ার ব্যাপারে কামরান বলেন, ‘আমাদের দল আরো ভাল হতে পারতো। আমি মনে করি, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। অস্ট্রেলিয়ার পাঁচজন খেলোয়াড় চোটে, তাই তাদেরকে রাখিনি।’ পাকিস্তানের স্কোয়াড নিয়ে হতাশ কামরান বলেন, ‘এই ধরনের দল বেছে নেওয়ার পেছনের চিন্তাভাবনা আমার জানা নেই। চেয়ারম্যান খুব বেশি ক্রিকেট খেলেননি; হয়তো তিনি বিষয়গুলো বোঝেন না, তাই তিনি এমন একটি দলের জন্য তার অনুমোদন দিয়েছেন। ভারত স্পষ্টতই ফেভারিট বলে মনে হচ্ছে; তারা ফাইনাল খেলার যোগ্য। কিন্তু পাকিস্তান সম্পর্কে আমি একই কথা বলতে পারি না। যদি তারা সেমিফাইনালে ওঠে, তাহলে আমি এটিকে একটি বড় অর্জন বলে মনে করব।’ নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কামরান। পাকিস্তানের স্কোয়াডে ব্যাটিং-বোলিংয়ে বিভিন্ন সমস্যা দেখছেন তিনি। কামরান আকমল বলেন, ‘আমাদের দলে অনেক সমস্যা রয়েছে। বোলাররা ছন্দে নেই। স্পিনার নেই। ওপেনারদের অবস্থাও তথৈবচ। নির্বাচক ও অধিনায়কদের চিন্তাভাবনা কী, আমার জানা নেই।’ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও কথা বলেছেন কামরান। ক্রিকেট বিশ্বের বহুল প্রতীক্ষিত এই ম্যাচ নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ভারত ও পাকিস্তান অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যা হয়, তা সর্বোচ্চ পর্যায় থেকেই হয়। ২০০৪ এবং ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। ২০০৮ সালের এশিয়া কাপেও ভারত এসেছিল পাকিস্তানে। কিন্তু আমার-আপনার মতো মানুষ দুঃখ পাচ্ছি এই ভেবে যে কোনও দেশই তাদের দেশে গিয়ে খেলছে না। আমরা বহুবার ভারতের মাটিতে গিয়েও খেলেছি। তবে ভারত পাকিস্তানে গিয়ে এবং পাকিস্তান ভারতে গিয়ে খেলুক, এটা স্বপ্নের মতো ব্যাপার।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স