 
                            
                        যশোরে সমাবেশে মির্জা ফখরুল বলেছেন
আমরা সংস্কারের বিরুদ্ধে নই, দ্রুত নির্বাচন দিন
- আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:২২:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:২২:১০ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                            
                               বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার, পরিবর্তন আনুন। আমরা সংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা জানি নির্বাচনের কথা বলে ১/১১ তে একটা ঘটনা ঘটেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীনকে চলে যেতে হয়েছে। 
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ সমাবেশের আয়োজন করে যশোর জেলা বিএনপি। 
মির্জা ফখরুল বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমরাও করি। সেজন্য আপনি যখন দায়িত্ব নিয়েছেন আমরা আশ্বস্ত হয়েছিলাম এই ভেবে যে আপনি সত্যিকার অর্থে একজন সুবিবেচকের মতো অতিদ্রুত মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী তিনি অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। 
তিনি আরও বলেন, কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। জনগণ সেটা মেনে নেবে না। আপনারা যারা ক্ষমতায় থাকতে চান তারা পদত্যাগ করে নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতায় আসেন। পদে বসে থেকে ক্ষমতার কথা চিন্তা করবেন না। দয়া করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু আমরা কি নিরাপদ আছি, আমরা এখনো নিরাপদ না, আমাদের কোনো জানমালের নিরাপত্তা নেই। আপনারা সবাই আয়নাঘর দেখেছেন। সেই আইনাঘর কে বানিয়েছে, ওই ফ্যাসিস্ট হাসিনা বানিয়েছে। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা-উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্টাফ রিপোর্টার
 স্টাফ রিপোর্টার  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                