ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন

ভদ্ররা শক্ত হলে কেমন হয় তা দেশের মানুষ জানে

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:২০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:২০:৫০ অপরাহ্ন
ভদ্ররা শক্ত হলে কেমন হয় তা দেশের মানুষ জানে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি না দেয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ভদ্র মানুষ। কিন্তু আমাদের ভদ্রতাকে কেউ যাতে দুর্বলতা মনে না করে। ভদ্র মানুষেরা যখন শক্ত হয় তখন কেমন হতে পারে তা দেশের মানুষ দেখেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। কারাবন্দি এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এ সমাবেশ করে জামায়াত। ডা. শফিকুর রহমান বলেন, আমরা মনে করি সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে। একে একে মজলুমদের মুক্তি দিয়েছেন, সর্বশেষ মজলুমকেও মুক্তি দিন। এর মধ্যে যারা হারিয়ে গেলো তাদের তো ফিরিয়ে দিতে পারবেন না। আর ১৩ মিনিটও তাকে জেলে রাখা হয়-তা আমরা চাই না। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল। তার প্রধান থাবা পড়েছিল জামায়াতে ইসলামীর ওপর। সেসময় দায়িত্ব নিয়েছেন এ টি এম আজহার। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও ফ্যাসিবাদের প্রথম সাক্ষী এ টি এম আজহারকে মুক্তি দেয়া হয়নি। এ টি এম আজহার কবে মুক্তি পাবেন তা সুস্পষ্ট জানিয়ে দেয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা ভাবতেও পারিনি তার মুক্তিতে আমাদের রাস্তায় নামতে হবে। আজ থেকে তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সমাবেশের শুরুও নেই শেষও নেই। আমরা কখনো কারও সঙ্গে আপস করিনি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ফাঁসির কাষ্ঠে নেয়ার আগ পর্যন্ত আমাদের নেতারা কারও সঙ্গে আপস করেননি। তাদের মুক্তি দেয়ার জন্য নানান মহল থেকে আপস করার কথা বলা হয়েছিল। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নিবন্ধন জালিমরা কেড়ে নিয়েছিল, আপনারাও কি জুলুম করবেন? আর কোনো বৈষম্য আমরা মেনে নেবো না। নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, আপনারা বুক পেতে দিতে এখন পর্যন্ত ভয় পাননি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আপনারা কি আবারও রক্ত দিতে রাজি আছেন? তিনি বলেন, সমালোচনা করবেন চুমু দিবো। কিন্তু চোখ রাঙাবেন না। আমরা চোখ রাঙানিতে পরোয়া করি না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের চোখের ভাষা, হৃদয়ের ভাষা বুঝুন। মজলুম নেতা এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিন। নইলে রাজপথেই সমাধান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিবির সভাপতি বলেন, আমরা আশা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন, স্বৈরাচারী সরকারে পতন পরবর্তীতে সব ধরনের বৈষম্য ও অবিচার জুলুমের অবসান ঘটবে। কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সেটা ঘটেনি। সব রাজনৈতিক কারাবন্দির মুক্তি পেলেও মজলুম জননেতা আজহারুল ইসলাম মুক্তি পাননি। এট কেন হচ্ছে আমরা জানি না, ঠিক কী অজানা কারণে আজহারকে ফিরিয়ে দেয়া হচ্ছে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা তৈরির যে ষড়যন্ত্র হয়েছে তার জবাব রাজপথেই দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। অনতিবিলম্বে এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিন। ঠাকুরগাঁও প্রতিনিধি জানায়, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শরীয়তপুর প্রতিনিধি জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ময়মনসিংহ প্রতিনিধি জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পরে মিছিলটি জয়নগর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জ প্রতিনিধি জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি। মঙ্গলবার দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে শহরের ঐতিহাসিক শহিদি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল বের করা হয়। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। হাতে হাতে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে মিছিল করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সেøাগানে সেøাগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহর। মানিকগঞ্জ প্রতিনিধি জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা জামায়াতের নেতা কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বর এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে এবং আটককৃত জামায়াতের কেন্দ্রীয় নেতা মিথ্যা মামলায় আটককৃত এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স