ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

এনবিআর-কাস্টমসের হয়রানির বিষয় মন্ত্রিসভায় তোলা হবে : নানক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০২:৫০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০২:৫০:৩৭ অপরাহ্ন
এনবিআর-কাস্টমসের হয়রানির বিষয় মন্ত্রিসভায় তোলা হবে : নানক জাহাঙ্গীর কবির নানক
এনবিআর ও কাস্টমসের সমস্যা এবং সেবাগ্রহীতাদের হয়রানির বিষয়টি সামনের মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানকগতকাল সোমবার সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেনজাহাঙ্গীর কবির নানক বলেন, বিদেশি রাষ্ট্রদূত ও প্রবাসে ব্যবসা করা বাঙালিরাও এনবিআর ও কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেআমরা আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করেছিসমস্যা যখন চিহ্নিত হয়েছে সমাধান হতে বাধ্যসুতরাং আমরা সমাধানের সূত্রগুলো বের করব এবং সমাধানগুলো খুব তাড়াতাড়ি করতে হবেতিনি বলেন, গত রোববার কোরিয়ার রাষ্ট্রদূত এসেছিলেনতিনি এনবিআর এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেনএছাড়া সাংবাদিকরা রয়েছেন অনেক কথা আছে, যেগুলো আমি বলতে পারব নাসমস্ত জায়গা থেকে একটি অভিযোগ আসছেআমি সম্প্রতি ওমরাহ হজ করে এসেছিসৌদি আরবে ব্যবসায়ীরা জোর করেই আমার সঙ্গে বসে ছিলেনবাঙালি ব্যবসায়ীরা সেখানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেসেখান থেকেও একই ধরনের অভিযোগ এসেছে
জাহাঙ্গীর কবির নানক জানান, দুটি বিষয় আছে, একটি হলো রেমিটেন্স পাঠানো, আর আরেকটি তারা যে ব্যবসা করে, তারা যেসব মালামাল পাঠায় তা নিয়ে চট্টগ্রাম কাস্টমসে ও এনবিআরে সমস্যা পোহাতে হয় তাদেরসর্বসাকুল্যে আমি বলব এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে এটা বড় সমস্যাআমি সামনের মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবোতিনি বলেন, পোশাক শিল্পকে আমরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে দেখছি না, সমাজ পরিবর্তনেও আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেনদারিদ্র্যবিমোচনেও আপনারা মুখ্য ভূমিকা পালন করছেনপ্রায় ৪২ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছেএই শিল্পের সঙ্গে জড়িত অধিকাংশ শ্রমিক নারীনারীরা স্বপ্ন দেখতে শিখেছেকাজেই সেই শিল্পকে আমাদের অগ্রাধিকার দিতে হবেবিজিএমইএর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল তৈরি করে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত না করে বাইরে কোথাও শিল্প করতে দেয়া যাবে না, এটা শিল্পনীতি হতে পারে নাআপনারা নগদ সহায়তা প্রদান ২০২৬ সাল পর্যন্ত বলবৎ রাখার দাবি জানিয়েছেনআমাদের টার্গেটে পৌঁছাতে হলে বিশ্ববাজারে টিকে থাকতে হলে এই নগদ সহায়তার বিষয়টি থাকতে হবেএর আগে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) বলেন, আমাদের আমদানি-রফতানির ক্ষেত্রে সবচেয়ে বড় হয়রানির জায়গা এনবিআরএনবিআরের চেয়ারম্যান অত্যন্ত সৎ একজন মানুষকিন্তু তার নিচে যারা আছে... আলোর নিচে যেমন অন্ধকার সেই অন্ধকারতাদের সঙ্গে যোগাযোগ না করলে অডিট হয় নাতাদের সঙ্গে যোগাযোগ না করলে আমদানি-রফতানির ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানি করা হয়এতে করে নির্দিষ্ট সময়ে আমরা আমাদের মাল আমদানি করতে পারছি না, রফতানিও করতে পারছি না
তিনি বলেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে আইনি কোন বাধা থাকে নাকিন্তু যোগাযোগ না করলেই হয়রানির শিকার হতে হয়আমরা যাতে আইন মেনেই সুন্দর সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি তার দাবি জানাচ্ছিআমরা হয়রানিমুক্ত ব্যবসা করতে চাইতিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে অর্থনৈতিক অঞ্চলের বাহিরে শিল্প করা যাবে না১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মাত্র তিনটি চালু হয়েছেঅর্থনৈতিক অঞ্চল চালু না করেই বাহিরে শিল্প করা যাবে না, এমন নির্দেশনা দিলে বিনিয়োগ বন্ধ হয়ে যাবেঅর্থনীতি ক্ষতিগ্রস্ত হবেতাই এই সার্কুলার তুলে নেয়ার দাবি জানাচ্ছিএ সময় ২০২৬ সাল পর্যন্ত পোশাক রফতানিতে নগদ সহায়তা বহাল রাখার দাবি জানান বিজিএমইএ সভাপতিপাশাপাশি সোর্স ট্যাক্স ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫০ শতাংশ করার দাবি জানান তিনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স