
শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
- আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:১৯:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:১৯:১৩ অপরাহ্ন


আগামী ৩ কর্মদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করা না হলে মেট্রোরেল সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। গত সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ হুঁশিয়ারি দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিশদ আলোচনা করে ও খসড়া চাকরি বিধিমালা সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয়। এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর এক পত্রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার জন্য নির্দেশনা দেন। কিন্তু পাঁচ মাস অতিবাহিত হলেও কোনো এক রহস্যজনক কারণে এখনো এটি প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনেরও বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি (আগামী শুক্রবার) থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। পাশাপাশি ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে এর দায় ডিএমটিসিএল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলেও এতে জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ