ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল কয়েক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি বহু দেশের আজহারীর ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ গণজমায়েত টিউলিপের ‘অভিনব জালিয়াতির’ প্রমাণ পেয়েছে দুদক আজ থেকে প্রতিদিন সংলাপে বসবে ঐকমত্য কমিশন

বিদেশ গমনেচ্ছুদের ডাটাবেজ অচিরেই চালু হবে -আসিফ নজরুল

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:১৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:২২:৫১ অপরাহ্ন
বিদেশ গমনেচ্ছুদের ডাটাবেজ অচিরেই চালু হবে -আসিফ নজরুল
বিদেশে যারা যেতে চান তাদের জন্য ডাটাবেজ করার পদক্ষেপ নেয়া হয়েছে, যা অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন আইন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে আইন, বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত পঞ্চম কার্য-অধিবেশন শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, আমরা ডিসিদের অনুরোধ করেছি, এসএসসি ও এইচএসসি পাস করার পর ছাত্র-ছাত্রীরা যে সময় পায়, সে সময়টা তাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) নিয়ে আসেন। তারা (জেলা প্রশাসকরা) আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যারা বিদেশে যেতে চান, তাদের সবার যেন ডাটাবেজ করা হয়। শুধু প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের না। তাদের ডাটাবেজ ইতোমধ্যে আমাদের কাছে আছে। তিনি বলেন, বিদেশে যারা যেতে চান তাদের জন্য ডাটাবেজে করার পদক্ষেপ নিয়েছি। অচিরেই শুরু হবে। তারপর বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে আরও বেশি সচেতনতার কথা বলেছেন। সরকারি রিক্রুটিং যেসব এজেন্সি আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন। আমাদের কাছে ভালো লেগেছে এটা ভেবে যে, এগুলোতো আমরাও ভাবছি। ডিসিরা প্রশাসনের কেন্দ্রবিন্দু, তারা অনেক কিছু জানেন। তাদের বাস্তব অভিজ্ঞতা অনেক চমৎকার। সারা দেশে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অনেক বড় বড় ভবন তৈরি করেছে কিন্তু সেখান থেকে কোনো প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, সারা দেশে শুধু বড় বড় ভবন তৈরি হয়েছে। এটা শুধু টিটিসি না, অনেক বড় বিল্ডিং আছে, কর্মচারী-কর্মকর্তা আছে, শুধু সেবা নেই। এটা আমার গত ৬ মাসের অভিজ্ঞতা, আমরা প্রাণান্ত চেষ্টা করছি, সেখানে আরও ভালো কিছু করার জন্য।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স