বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবার নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন। দীর্ঘদিন ধরে বক্স অফিসে সাফল্য অর্জন করলেও সাম্প্রতিক সময়ে তার বেশ কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। তবে এবার তিনি নতুন এক উদ্যোগে নাম লিখিয়েছেনÑগায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি অক্ষয় কুমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি শিবলিঙ্গকে জড়িয়ে বসে আছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওম নমঃ শিবায়, মহাকালের শক্তি ও ভক্তি অনুভব করুন।’ এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়ে গেছে। জানা গেছে, অক্ষয়ের গানের ক্যারিয়ার শুরু হচ্ছে শিব আরাধনার মাধ্যমে। তার প্রথম অ্যালবামের নাম ‘মহাকাল চলো’, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক পলাশ সেন ও বিক্রম। এটি অক্ষয়ের জন্য এক নতুন যাত্রা। ভক্তরা তার এই নতুন পরিচয়কে কতটা গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
    
                            
                        নতুন পরিচয়ে আসছেন অক্ষয় কুমার
- আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৮:২৮:৪০ অপরাহ্ন
 - আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৮:২৮:৪০ অপরাহ্ন
 
                                  
                     
                            
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                
 
 বিনোদন ডেস্ক