ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

ঈদে নতুন নাটক ‘টাক কোনো সমস্যা না’

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৮:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৮:০২:৫৫ অপরাহ্ন
ঈদে নতুন নাটক ‘টাক কোনো সমস্যা না’
নাটক ও সিনেমায় একসঙ্গে কাজ করা জুটি সাধারণত বেশ জনপ্রিয় হয়ে থাকে। বিশেষ করে, নায়ক-নায়িকা বা নায়ক-পরিচালক, নায়িকা-পরিচালক জুটির মধ্যে অনেক সময় একটা বিশেষ ম্যাজিক তৈরি হয়, যা দর্শকদের মনে বিশেষ স্থান করে নেয়। বাংলাদেশী নাটকেও এমন কিছু সফল জুটি রয়েছে, যাদের একসঙ্গে কাজ করা দর্শকের কাছে বরাবরই সাড়া ফেলে। একটি উদাহরণ হতে পারে, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি এবং পরিচালক জুলফিকার ইসলাম শিশিরের জুটি। এই তিনজনের মধ্যে একটা অদ্ভুত সিম্প্যাটি ও পারস্পরিক বোঝাপড়া রয়েছে, যা তাদের নাটকগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে। তারা একসঙ্গে কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন এবং এবারও তারা ফিরছেন একটি নতুন নাটক নিয়ে। নাটকটির নাম ‘টাক কোনো সমস্যা না’। এই নাটকটির কাহিনী রচনা করেছেন রিদ্ধ শরীফ এবং আগামী ঈদে এটি প্রচারিত হবে। নাটকের নির্মাতা জুলফিকার ইসলাম শিশির বলেন, ‘‘নাটকটি দর্শকদের জন্য নতুন মাত্রা নিয়ে আসবে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।’’ নিলয় আলমগীর নাটকটি নিয়ে বলেন, “শিশির খুবই গুছিয়ে কাজ করে, তার স্টাইল আমার কাছে খুবই পছন্দ। তার নির্দেশনায় কাজ করতে আমার খুব ভালো লাগে। ‘টাক কোনো সমস্যা না’ নাটকের গল্পটা দর্শকরা উপভোগ করবেন বলে আমি নিশ্চিত। ঈদের সময় এ নাটকটি এক নতুন রঙ যোগ করবে।” অন্যদিকে, জান্নাতুল সুমাইয়া হিমি আশা প্রকাশ করেন যে, নাটকটি দর্শকদের ভালো প্রতিক্রিয়া পাবে। তিনি বলেন, “এখন পর্যন্ত আমি ও নিলয় বেশ গ্ল্যামারাস নাটকে কাজ করেছি, যেমন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, ভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা স্বামী-স্ত্রীর চরিত্রে। এবার আমরা একটু ভিন্ন ধরনের নাটকে অভিনয় করছি। আমি বিশ্বাস করি, দর্শকরা এই নাটকটি পছন্দ করবেন।” এছাড়া, এর আগেও শিশিরের পরিচালনায় নিলয় ও হিমি অভিনীত কিছু নাটক বেশ জনপ্রিয়তা পেয়েছে, যার মধ্যে ‘সাইলেন্ট জামাই’ এবং ‘পড়বো না বিয়ে করবো’ উল্লেখযোগ্য। এখন অপেক্ষা, ঈদের বিশেষ এই নাটকটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স