ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

ঈদে নতুন নাটক ‘টাক কোনো সমস্যা না’

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৮:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৮:০২:৫৫ অপরাহ্ন
ঈদে নতুন নাটক ‘টাক কোনো সমস্যা না’
নাটক ও সিনেমায় একসঙ্গে কাজ করা জুটি সাধারণত বেশ জনপ্রিয় হয়ে থাকে। বিশেষ করে, নায়ক-নায়িকা বা নায়ক-পরিচালক, নায়িকা-পরিচালক জুটির মধ্যে অনেক সময় একটা বিশেষ ম্যাজিক তৈরি হয়, যা দর্শকদের মনে বিশেষ স্থান করে নেয়। বাংলাদেশী নাটকেও এমন কিছু সফল জুটি রয়েছে, যাদের একসঙ্গে কাজ করা দর্শকের কাছে বরাবরই সাড়া ফেলে। একটি উদাহরণ হতে পারে, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি এবং পরিচালক জুলফিকার ইসলাম শিশিরের জুটি। এই তিনজনের মধ্যে একটা অদ্ভুত সিম্প্যাটি ও পারস্পরিক বোঝাপড়া রয়েছে, যা তাদের নাটকগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে। তারা একসঙ্গে কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন এবং এবারও তারা ফিরছেন একটি নতুন নাটক নিয়ে। নাটকটির নাম ‘টাক কোনো সমস্যা না’। এই নাটকটির কাহিনী রচনা করেছেন রিদ্ধ শরীফ এবং আগামী ঈদে এটি প্রচারিত হবে। নাটকের নির্মাতা জুলফিকার ইসলাম শিশির বলেন, ‘‘নাটকটি দর্শকদের জন্য নতুন মাত্রা নিয়ে আসবে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।’’ নিলয় আলমগীর নাটকটি নিয়ে বলেন, “শিশির খুবই গুছিয়ে কাজ করে, তার স্টাইল আমার কাছে খুবই পছন্দ। তার নির্দেশনায় কাজ করতে আমার খুব ভালো লাগে। ‘টাক কোনো সমস্যা না’ নাটকের গল্পটা দর্শকরা উপভোগ করবেন বলে আমি নিশ্চিত। ঈদের সময় এ নাটকটি এক নতুন রঙ যোগ করবে।” অন্যদিকে, জান্নাতুল সুমাইয়া হিমি আশা প্রকাশ করেন যে, নাটকটি দর্শকদের ভালো প্রতিক্রিয়া পাবে। তিনি বলেন, “এখন পর্যন্ত আমি ও নিলয় বেশ গ্ল্যামারাস নাটকে কাজ করেছি, যেমন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, ভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা স্বামী-স্ত্রীর চরিত্রে। এবার আমরা একটু ভিন্ন ধরনের নাটকে অভিনয় করছি। আমি বিশ্বাস করি, দর্শকরা এই নাটকটি পছন্দ করবেন।” এছাড়া, এর আগেও শিশিরের পরিচালনায় নিলয় ও হিমি অভিনীত কিছু নাটক বেশ জনপ্রিয়তা পেয়েছে, যার মধ্যে ‘সাইলেন্ট জামাই’ এবং ‘পড়বো না বিয়ে করবো’ উল্লেখযোগ্য। এখন অপেক্ষা, ঈদের বিশেষ এই নাটকটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স