ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি

আজগুবি ও ভুয়া গুজব ছড়ানোর প্রতিবাদে বিবৃতি নানকের

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১১:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১১:১৩:৩৯ পূর্বাহ্ন
আজগুবি ও ভুয়া গুজব ছড়ানোর  প্রতিবাদে বিবৃতি নানকের
বিভিন্ন সংস্থার মাধ্যমে আজগুবি ও ভুয়া প্রতিবেদন প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার প্রতিবাদে নিন্দা ও বিবৃতি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন, অবৈধ ও অসাংবিধানিক দখলদার ইউনূস সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও সংঠনের নেতাকর্মীদের নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। বিভিন্ন সময় সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আজগুবি ও ভুয়া প্রতিবেদন প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমনি একটি ভুয়া তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে আমিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এর আগে ভারতের কলকাতার পার্ক হোটেলে আওয়ামী লীগের মিটিং অনুষ্ঠিত হয়েছে মর্মে ভুয়া, বানোয়াট ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়। আমরা স্পষ্টভাবে দৃঢ়তার সঙ্গে এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত। কিন্তু তারা কোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশ্বাসী। ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রযোজনায় এ ধরনের ভুয়া গোয়েন্দা প্রতিবেদন প্রকাশকে আমরা দুরভিসন্ধিমূলক মনে করছি। জনগণের প্রতি দায়বদ্ধতাহীন অবৈধ দখলদার ইউনূস সরকারের নির্দেশনায় ও গোয়েন্দা সংস্থার পরিচালনায় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করে তার দায়ভার আওয়ামী লীগের উপর চাপানোয় অপচেষ্টা করছে। এ ধরনের ভুয়া প্রতিবেদনে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে শান্তিপ্রিয় দেশবাসীর প্রতি অনুরোধ জানাই, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশকে অশান্তিময় ও অনিরাপদ করে তোলার জনক ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে যোগদান করে তা সফল ও সার্থক করার জন্য।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স