ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

চাঁদপুরে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১০:৪৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১০:৪৩:১৫ অপরাহ্ন
চাঁদপুরে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে সম্পত্তিগত বিরোধের জেরে ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে । গত রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি এলাকার পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। ইউসুফ পাটওয়ারী ওই এলাকার মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে। এ ঘটনায় নিহত ইউসুফ পাটওয়ারীর বড় ভাই ইব্রাহীম পাটওয়ারী (৬০) কেও কুপিয়ে জখম করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। স্বজনরা জানায়, সম্পত্তিগত বিষয় নিয়ে কিছুদিন ধরে ইউসুফ পাটওয়ারীর খালাতো ভাই মাইনুদ্দিন (৬০), তার ছেলে রমজান (৩৫), রবিউল (২৫) ও রহিম (২০) কে হুমকি ধমকি দিয়ে আসছে। সেই রেস কাটতে না কাটতেই সকালে ইউসুফ পাটওয়ারীর বাড়িতে ঢুকে মাইনুদ্দিনসহ তার ছেলেরা ধারালো অস্ত্র ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। সেখানেই তার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় তার ভাই ইব্রাহীম। মৃত ইউসুফ পাটওয়ারীর চাঁদপুর শহরের শপথ চত্ত্বর মোড়ে মেহেদী মোবাইল হাউজ নামে একটি শো-রুম রয়েছে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় তার গ্রামের বাড়ি ও মোবাইল ফোন ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য