ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
ময়মনসিংহে শিশু রাশেদের মৃত্যু

পুলিশ বলছে দুর্ঘটনা ॥ চিকিৎসক বলছেন হত্যা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০১:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০১:৩৩:০৬ অপরাহ্ন
পুলিশ বলছে দুর্ঘটনা ॥ চিকিৎসক বলছেন হত্যা ময়মনসিংহে শিশু রাশেদের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের সদর উপজেলার হিরন পলাশিয়া গ্রামের শিশু রাশেদ মিয়া (১১) নিহত হওয়ার কারণ নিয়ে সৃষ্ট জটিলতায় মতো বিচার নিয়েও শঙ্কা দেখা দিয়েছে ভুক্তভোগী পরিবারেএ অবস্থায় গত তিন মাস ধরে আদালত ও থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরছে নিহতের বাবা-মা ও ভাইএতে ভুক্তভোগীদের মধ্যে ন্যায় বিচার নিয়ে হতাশা সৃষ্টি হয়েছেতবে ঘটনার অনুসন্ধানে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি আদালতে দায়ের হওয়া একটি পুলিশ প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন- ইটের গাঁথুনির দেয়াল ধসে রাশেদের মৃত্যু হয়েছেতবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়এরই মাঝে বিগত ১৬ মার্চ প্রকাশিত ময়নাতদন্ত রিপোর্টে শিশু রাশেদের মৃত্যুর ঘটনা নরহত্যাবলে উল্লেখ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শোহাব নাহীয়ানএ ঘটনায় গত ২৪ এপ্রিল ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই বাদীর অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ১ নম্বর আমলী আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হকতিনি বলেন, ভিকটিম রাশেদ মিয়ার সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট এবং নথি পর্যালোচনা করে বাদীর নালিশী দরখাস্তের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালতএর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে শিশু রাশেদ খুন হয় বলে আদালতে দায়ের হওয়া মামলার দরখাস্তে দাবি করেন বাদী ও নিহতের বাবা মো. আজিম উদ্দিনবাদী আরও জানান, ১৭ জানুয়ারি আমার ছেলে খুন হওয়ার পর থানা পুলিশ অভিযুক্ত সাতজনকে আটক করে থানায় নিয়ে এসে পরদিন ১৮ জানুয়ারি সাধারণ ডায়েরি করে তাদের ছেড়ে দেয়তখন আমি থানায় মামলা করতে গেলে দেয়াল ধসে ইটের আঘাতে আমার ছেলের মৃত্যু হয়েছে উল্লেখ করে মামলা নেয়নি পুলিশএ ঘটনার ছয়দিন পর ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতে আটকের পর ছাড়া পাওয়া সাতজনকে আসামি করে আমি একটি হত্যা মামলা দায়ের করিএই মামলার আসামিরা হল- মাইনুদ্দিন, আকাশ, মহিদুল, শরীফ, রিপন মিয়া, সবুজ এবং সাকিবএরপর ১৬ মার্চ নিহত শিশু রাশেদের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ হলে বিগত ২৪ এপ্রিল আদালত আমার দায়ের করা দরখাস্ত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেনকিন্তু এখন পর্যন্ত আমার মামলাটি থানায় এফআইআর হয়নিফলে আসামিরা আমার ছেলেকে খুন করে প্রকাশ্যে ঘোরাফেরা করছেনিহত রাশেদের মা রাশিদা বেগম বলেন, পুলিশ আমার ছেলের খুনিদের ধরেছিল কিন্তু আমাদের চেয়ারম্যান ও মেম্বার ক্ষমতা খাটাইয়া তাদের ছাড়াইয়া নিছেতারা কয়- একজন মরছে, অহন বাহিডিরে (বাকিদের) মাইরা লাভ কিশিশু রাশেদের বড় ভাই রাশিদুল হাসান বলেন, আমার ভাইরে ডেকে নিয়ে খুন করছেকিন্তু পুলিশ কয় দেয়াল ভাইঙ্গা মরছেঅহন ময়নাতদন্তের রিপোর্টে আইছে, আমার ভাইরে মারা হইছেআমি বিচার চাই, খুনিদের গ্রেপ্তার চাইসে আরও জানায়, যারা আমার ভাইরে মারছে তারা বয়সে আমার ভাইয়ের চেয়ে বড়তারা নেশাখোর, এলাকার সবাই তা জানেকয়েকদিন আগে এরা এলাকার আরেকটা ছেলেরে মারধর করে আধমরা করছেএইডাও স্থানীয়রা মীমাংসা কইরা দিছেঘটনার বিষয়ে উপজেলার ৪ নম্বর পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফ বলেন, একশিশু মারা যাওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলামতখন পুলিশ এসে সাতজনকে ধরে থানায় নিয়ে এসেছিলএর একদিন পর তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়এতে আমার কোনো প্রভাব নেইএখন আইন যা করে তাই হবেযে মারা গেছে সে শিশু, তার বাবা একজন অসহায় দিনমজুরআর এ ঘটনায় যাদের আটক করে থানা নেওয়া হয়েছিল তারাও বয়সে ছোট-ছোট, বলেও যোগ করেন এই ইউপি চেয়ারম্যানমামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দেয়াল ধসে ইটের আঘাতে মৃত্যু বলে ধারণা করা হয়েছিলএ নিয়ে আদালতে একটি প্রতিবেদনও দাখিল করা হয়েছেতবে সম্প্রতি এ ঘটনার ময়নাতদন্ত রিপোর্ট আদালতে দাখিল হয়েছেএখন আদালতের নির্দেশে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেএ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, দেয়াল ধসে ইটের আঘাতে মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলএ নিয়ে তদন্ত চলছেবিস্তারিত তদন্তে জানা যাবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ