ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জ রণক্ষেত্র, ৪ জন নিহত, ৯ জন গুলিবিদ্ধসহ আহত অর্ধশত দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের নির্দেশনা শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসীকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা ডা. বাচ্চু সততা ও শৃঙ্খলার পথে আনতে কাজ করছেন এসিল্যান্ড কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিদেশি পিস্তল-শর্টগানসহ আটক ২ ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটের সিদ্ধান্ত এনবিআরের বান্দরবানে যুবক হত্যা, একই পরিবারের ৫ জন গ্রেফতার ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ হাজার কৃষক নেছারাবাদে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন আনানসহ অন্যান্য খুনিদের গ্রেফতারের দাবি পরিবারের সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে- রেজাউল করিম নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে- ফারুক বিদ্যুৎ চুক্তিতে ক্যাপাসিটি চার্জ কমানোর উদ্যোগ জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের

আশুলিয়ায় বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১০:৩৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১০:৩৮:০৫ অপরাহ্ন
আশুলিয়ায় বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় শেফালী বেগম নামে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে মারধর করাসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী ওই নারী দুজনকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত শনিবার রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে, শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌধুরী মার্কেটের সামনে শ্লীলতাহানি ও মারধরের শিকার হন ওই বৃদ্ধা। ভুক্তভোগী ওই বৃদ্ধা জামালপুরের সরিষাবাড়ি থানাধীন পিগনা হাটখোলা এলাকার মৃত হারুন অর রশিদের মেয়ে। তিনি আশুলিয়ার জামগড়ায় স্বামী সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। 
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার জামগড়া চৌধুরীপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রমজান আলী (২০) ও রিপন (৩০)। এদের মধ্যে রিপন ছাত্র জনতার হত্যা মামলার আসামিও।
ভুক্তভোগী শেফালী বেগম জানান, তুচ্ছ একটি ঘটনায় রমজান ও রিপন দুজনেই তাদের বাসায় এসে নানা প্রকার ভয়-ভীতি দেখায় ও বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। গেল মাসের ৩০ তারিখ বাসা থেকে বাজার করার জন্য বের হলে চৌধুরী মার্কেটের সামনে বিবাদীদের সাথে দেখা হয়। এসময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে তারা দুজনেই তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে বেধড়ক মারধর করে এবং শ্লীলতাহানি করে। এসময় তার ডাক চিৎকারে তার পুত্রবধূ আলপনা এবং ভাই বউ মল্লিকা এগিয়ে আসলে তাদেরকেউ মারধরসহ খারাপ ভাষায় গালিগালাজ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেন। ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগী ওই বৃদ্ধা বাদী হয়ে তাদের দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
তিনি আরো জানান, গত শুক্রবারও তাদের সাথে রাস্তায় দেখা হলে তাকে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং শ্লীলতাহানি করে। পরে বিষয়টি থানা পুলিশে জানালে আবার অভিযোগ দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে রিপোর্ট ওসি স্যারকে দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য