ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

কালীগঞ্জে বাফার গোডাউনে ইউরিয়া সার খোলা আকাশের নিচে

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১০:২৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১০:২৬:১৮ অপরাহ্ন
কালীগঞ্জে বাফার গোডাউনে ইউরিয়া সার খোলা আকাশের নিচে
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জের বাফার সার গোডাউনের সামনে খোলা আকাশের নিচে আমদানি করা ৩ হাজার বস্তা ইউরিয়া সার পড়ে রয়েছে। খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব সারে জমাট বেঁধে কৃষিক্ষেতে ব্যবহারের অনুপোযী হচ্ছে। আমদানি করা এসব সার দীর্ঘ দিন খোলা আকাশের নিচে পড়ে থাকলেও কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো ব্যবস্থা। কর্তৃপক্ষের দাবি গোডাউনে সার রাখার জায়গা না থাকায় গোডাউন চত্তরে খোলা আকাশের নিচেই এসব সার স্তুপ করে রাখা হয়েছে। কালীগঞ্জ কোটচাঁদপুর রোডে অবস্থিত বাফার সার গোডাউনের সামনে কয়েক হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এখান থেকে ট্রাকে ভরে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার জেলার তালিকাভুক্ত ডিলারদের কাছে সার পাঠানো হয়। প্রতি নিয়ত ২৫ থেকে ৩০ ট্রাক ইউরিয়া সার ২ জেলার ডিলাররা এখান থেকে তাদের প্রয়োজনীয় সার উত্তোলন কর নিয়ে যায়।
এভাবে প্রায় এক যুগ নিয়মিত খোলা আকাশের নিচে ইউরিয়া সার পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও গোডাউন সম্প্রসারন বা নতুন গোডাউন করার কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে বিগত সরকারের আমল থেকে সারের ডিলার বৃদ্ধি পেয়েছে যে, কারনে বাফার গোডাউনে সারের আমদানি ও বেড়েছে। সার রাখার জায়গা না থাকার কারনে স্থানীয় কর্তৃপক্ষ খোলা আকাশের নিচেই এভারে রেখে দিয়েছে। কালীগঞ্জ বাফার গোডাউনের তথ্য থেকে জানা গেছে, কালীগঞ্জ বাফার সার গোডাউনে ৬ হাজার বস্তা ইউরিয়া সারের ধারন ক্ষমতা আছে।
এছাড়া শহরের আরেকটি অস্থায়ী গোডাউনে ২ হাজার বস্তা সার রাখা হয়। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার তালিকাভুক্ত ১২৬ জন ডিলার নিয়মিত ইউরিয়া সার নিয়ে যান কালীগঞ্জের বাফার গোডাউন থেকে। নিয়মিত সার বহনের সুমন হোসেন নামের এক ট্রাক চালক বলেন, আমি নিয়মিত এখান থেকে একজন ডিলারের সার নিয়ে যায়। গোডাউনের সামনে সারা বছরই সার পড়ে থাকতে দেখি। এতদিনেও নতুন গোডাউন হলো না কিভাবে বুঝলাম না। কালীগঞ্জের মাজেদ শেখ নামের স্থানীয় এক কৃষক জানান, খোলা জায়গায় ইউরিয়া রাখলে সার এমনিতেই জমাট বাঁধে। এসব সার ফসলি জমিতে প্রয়োগ করলে ফসলের তেমন একটা উপকার হয় না এমন কি ক্ষতিও হতে পারে। এ ব্যাপারে কালীগঞ্জ বাফার সার গোডাউনের সহকারী ব্যবস্থাপক (ঝিনাইদহ-চুয়াডাঙ্গা) আসাদুজ্জামান শাওন জানান, এ ব্যাপারে ইতিমধ্যে আমার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আশা করছি দ্রুততম সময়ে গোডাউন সমস্যার সমাধান হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ